গত কয়েক মাস ধরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নব্বইয়ের দশকের অভিনেত্রী কুনিকা সদানন্দ। মূলত গায়ক কুমার শানুর সঙ্গে পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরেই আলোচনায় থেকেছেন কুনিকা। আপতত বিগ বস ১৯-এর মঞ্চে দেখা মিলছে তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপতত ঘুরপাক খাচ্ছে কুনিকার একাধিক পুরোনো সাক্ষাৎকার।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে কুনিকা বেফাঁস হয়ে বলেছিলেন, এমনি এমনি ধর্ষণ হয় না! মেয়েরা নিজেরাই ইঙ্গিত দেয়। সাক্ষাৎকারে কুমার শানুর সঙ্গে নিজের সম্পর্কের কথাও বলেছেন তিনি। এই পডকাস্টের ক্লিপটি ভাইরাল। কুনিকার আলটপকা মন্তব্য অনেকেরই রোষ বাড়িয়েছে । এবার এই ক্লিপটি নিয়ে কুমার শানুর ছেলে জান কুমার শানু মন্তব্য করেছেন।
কুনিকাকে ভাইরাল ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, কোথাউ না কোথাউ মেয়েরাই আগ বাড়িয়ে ইঙ্গিত দেয়।’ মেয়েরা কীভাবে ইঙ্গিত দেয় তা অভিনয় করে সিদ্ধার্থ কাননকে দেওয়া ওই সাক্ষাৎকারে কুনিকা দেখিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি কখনও এমন মেয়েদের ধর্ষণের কথা শুনিনি যারা সঠিক এবং সোজাসাপ্টা ছিল এবং আমি সর্বদা এমনটাই (সোজাসাপটা) ছিলাম। বস, আমি যে কোনও মূল্যে নায়িকা হতে চাইনি’।
কুমার শানুর ছেলে জান লেখেন, ‘সারা জীবন তিনি এই কাজে করেছেন। বিবাহিত পুরুষ বা যাকেই হাতে পেয়েছেন… এরচেয়ে বেশি মুখ খুললে, অনেকের কাপড় খুলে যাবে….'।
জানের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ জানের মা অর্থাৎ কুমার শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহিত থাকাকালীনই কুনিকা আসেন শানুর জীবনে। জানের জন্মের আগেই রীতাকে ছেড়ে কুনিকার সঙ্গে লিভ ইনে জড়ান কুমার শানু। প্রায় পাঁচ বছর শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন কুনিকা।
সম্প্রতি কুনিকার ছেলে অয়ন লাল মায়ের সঙ্গে কুমার শানুর সম্পর্ককে বিষাক্ত বলে উল্লেখ করেছেন। এই ভিডিয়োর কমেন্ট বক্সে কেউ কেউ কুনিকার ছেলেকে ট্যাগ করে লিখেছেন, ‘এখন মাকে রক্ষা করে দেখাও’।