অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতি। দু'জনে একসঙ্গে যখনই সামনে আসেন, তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। আর এবার শ্যুটিংয়ের সেটে নাচ করলেন দু'জন।
সম্প্রতি এক্সে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে গানের তালে একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। বিরাট কোহলির ফ্যান ক্লাবের পক্ষ থেকে ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে সাদা রঙের শার্ট ও মাল্টি কালারের ঢোলা প্যান্টে নজর কেড়েছে অনুষ্কা। অন্যদিকে, চকোলেট রঙের টি-শার্ট ও সাদা প্যান্টে ধরা দিয়েছেন বিরাট। পুলের ধারে গানের তালে তাঁদের মনের আনন্দে নাচতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ৬১-তে বিয়ের পিঁড়িতে দিলীপ, ‘ভাতেরও ডাল জুটেছে’, কটাক্ষ বৈশাখীর, কী বললেন শোভন?
ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, দুবাইয়ে কোনও একটি শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে গানের তালে তালে দুলে ওঠেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ইতালিতে বসেছিল তাঁদের বিয়ের বাসর। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন তাঁরা। বিয়ের জায়গাটাও সাজানো হয়েছিল দুর্দান্ত ভাবে। তাঁদের সেই রাজকীয় বিয়ে আজও অনেকের চোখে লেগে আছে। আজও তাঁদের মতো করে সাজতে, বিবাহ বাসর সাজাতে চান অনেকেই। ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বিরুষ্কা।
আরও পড়ুন: ৬১-তে বিয়ের পিঁড়িতে দিলীপ! 'এখনও যুবক…', বললেন বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ মুখ রূপা গঙ্গোপাধ্যায়
কিন্তু বিয়ের আগে সমস্ত কিছু রেখেছিলেন গোপন। এই প্রসঙ্গে ২০১৯ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট-ঘরণী বলেছিলেন, 'আমরা গোটা বিষয়টা সাধারণ রাখতে চেয়েছিলাম। কোনও কিছুর জন্য কিছু বদলে যাক বা সেটার প্রয়োজন হোক চাইনি। আমরা কেউ বিয়ের আগে এটা মনে করতে চাইনি যে আমরা তারকা।'
তাঁর কথায়, 'আমরা আমাদের বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে ছিলাম তখন যাঁরা আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাঁরা আমাদের সব থেকে খারাপ সময়েও পাশে থেকেছেন। আমরা যদি বিয়েটা পাবলিক করে দিতাম তাহলে আমাদের এটাও মনে পড়ে যেত যে আমরা তারকা। দুজন সাধারণ মানুষ যেভাবে বিয়ে করে আমরা সেভাবেই বিয়েটা করতে চেয়েছি। আমরা যখন একে অন্যকে ভালোবেসেছি তখন এটা দেখে ভালোবাসিনি যে কতটা জনপ্রিয় বা পাবলিকের কাছে এসে কী। আমাদের বিয়েটা যেন একেবারে ভালো করে হয় সেটাই চেয়েছিলাম।'
বর্তমানে তাঁরা দু' সন্তানের বাবা-মা ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয়েছিল ভামিকার। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই বিরাট-অনুষ্কার কোলে আসে তাঁদের দ্বিতীয় সন্তান ছেলে অকায়।