অভিনেতা অনুপ্রিয়া গোয়েঙ্কা তার পরবর্তী সিনেমা বার্লিনে রাহুল বোসের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। তবে তিনি স্বীকার করেন যে, ৫৭ বছর বয়সী অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তাঁকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল।
নিউজ ১৮-এর সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, তিনি শেয়ার করেছেন যে রাহুল বেশিরভাগ সময়ই সেটে থাকতেন আড্ডার মুডে। তবে যেদিন এই ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট করা হল, সেদিন চুপচাপ ছিলেন। কারণ অভিনেতা বেশ লাজুক। আর শান্ত থাকার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন
‘টেকনিক্যালি আমরা সেদিন শ্যুট করছিলাম না, শুধু কিছু ছবির জন্য পোজ দিচ্ছিলাম। আমি আপনাকে বোঝাতে পারব না যে তিনি কতটা লাজুক হয়ে পড়েছিলেন, এবং আমার তাঁকে এভাবে দেখতে বেশ লাগছিল! আমার ভিতরের ফ্যান গার্লটা খুব তাড়াতাড়ি এমন একজনে পরিণত হয়ে গেল, যে ওকে উত্যক্ত করছিল।’
আরও পড়ুন: আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা
৩৭ বছর বয়সী এই তারকা আরও বলেন, 'ছবিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে, যদিও এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি ছিল।
তিনি আরও স্বীকার করেছেন যে তিনিও নার্ভাস ছিলেন এবং অনেক চেষ্টা করছিলেন আত্মবিশ্বাসী থাকার। সাক্ষাৎকারে অনুপ্রিয়া আরও প্রকাশ করেছিলেন যে, বেড়ে ওঠার সময় রাহুলের প্রতি তাঁর বিশাল ক্রাশ ছিল এবং নিজের ক্রাশের সঙ্গে কাজ করা একটি বড় বিষয় ছিল তাই অভিনেত্রীর কাছে।
আরও পড়ুন: চা খেতে চলো, প্রস্তাব প্রতিযোগীকে! কোন প্রশংসায় কেবিসিতে অমিতাভের মন জয় মহিলার