
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অঙ্কুশ হাজরা মানেই মজার কিছু ঘটনা ঘটবেই সে পর্দায় হোক বা বাস্তবে। তাঁর হিউমার সেন্সে মুগ্ধ ৮ থেকে ৮০। কিন্তু দোলের দিন যে তিনি এভাবে কিছু করতে পারেন আন্দাজ করতে পারেননি তাঁর বন্ধুরাও। রং খেলার মাঝে এটা কী করলেন? কীভাবে দোল কাটালেন অরিজিৎ সিং?
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
অঙ্কুশ হাজরা এদিন একটি মজার ভিডিয়ো পোস্ট করেন তাঁর দোল উদযাপনের। সেখানেই দেখা যাচ্ছে তিনি মাথায় রঙিন পরচুলো, সাদা টিশার্ট এবং হাফ প্যান্ট পরে রং খেলছেন। তাঁর হাতে ধরা স্প্রে। রং বরসে গানটিতে নাচ করতে করতেই আচমকাই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর গায়ে ফোম স্প্রে করে দেন নির্লিপ্ত মুখে। তারপর আবার নাচতে থাকেন। তাঁর এই কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।
মিমি চক্রবর্তী থেকে জন ভট্টাচার্য সহ অনেক তারকারাও হেসে ফেলেছেন অঙ্কুশের এই কাণ্ড দেখে। এই মজার ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, 'জীবনে এইটুকুই তো আবদার।'
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন শাশুড়ি, দিদাকে, শোকের মাঝেই রং খেলায় মেতে উঠলেন হবু মা অহনা?
না, খালি দুষ্টুমি নয়। তিনি এদিন চুটিয়ে রং খেলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গেও। তাঁদের সেই রঙিন মুহূর্ত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। লেখেন, 'শুভ দোল।'
অন্যদিকে আরও একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অরিজিৎ সিং তাঁর স্কুটি নিয়ে কোথাও যাচ্ছিলেন ঠিক তখনই তাঁর পথ আটকান স্থানীয়রা। তারপর আর কি! গায়ককে ধরে রঙে স্নান করিয়ে দেন পুরো। আবিরে আবিরে রাঙিয়ে তোলেন। হাসিমুখে রং মাখেনও অরিজিৎ। থুড়ি ‘রং মেখে ভূত’ হন বলিউডের খ্যাতনামা গায়ক। হোলির শুভেচ্ছা জানিয়ে গায়কের ফ্যানপেজের তরফে পোস্ট করা হয়েছে অরিজিতের রং মাখার ভিডিয়োটি।
আরও পড়ুন: ছিলেন আদৃতের প্রাক্তন, অতীতের বাগদানে ভেঙে রবিকে বিয়ে! কে এই 'রাধা'র নায়কের স্ত্রী সুপ্রিয়া?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports