
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নাম অঙ্কুশ হাজরা, টলিপাড়ার এই অভিনেতার সঙ্গে নিশ্চয় নতুন করে আলাপ করানোর কিছু নেই। মাঝে মধ্যেই বান্ধবী ঐন্দ্রিলা সেন কিংবা অন্যান্য সহকর্মীদের সঙ্গে প্রায়ই মজা করতে কিংবা খুনসুটি করতে দেখা যায় অঙ্কুশকে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা অঙ্কুশের নানান কীর্তি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নেটিজেনরা।
অঙ্কুশের সঙ্গে টলিপাড়ার মোটামুটি কমবেশি সব অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই সু-সম্পর্ক রয়েছে। অঙ্কুশের বন্ধু তালিকাতে রয়েছেন প্রাক্তন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীও। অঙ্কুশ-মিমির বন্ধুত্ব অবশ্য বেশ পুরনো, সেই কেরিয়ারের শুরুর দিন থেকেই। সম্প্রতি বন্ধু অঙ্কুশের সঙ্গে খুনসুটিতে মজলেন মিমি। কিন্তু ঘটেছেটা কী?
সোমবার ইনস্টাগ্রামের পাতায় ২-৩টি পোজে নিজের ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। যেখানে জিন্সের কার্গো প্যান্টের সঙ্গে লেদার জ্যাকেটে দেখা গিয়েছে অভিনেতাকে। যার ক্যাপশানে অঙ্কুশ লেখেন, ‘Just few poses before leaving for the show last night.. .. and yes আমি হেব্বি #romantic আর অল্প #demanding ..’ (গতরাতে শোয়ে যাওয়ার আগে কিছু পোজ, আর হ্য়াঁ, আমি হেব্বি রোম্যান্টিক, আর অল্পই চাহিদা আমার) সঙ্গে দুটি মজার ইমোজিও জুড়ে দিয়েছেন অঙ্কুশ।
আর অঙ্কুশের এই পোস্টের নিচেই কমেন্ট বক্সে মজা করতে ছাড়েননি মিমি চক্রবর্তী। ক্য়াপশানে তিনি লেখেন, ‘এই গরমে জ্যাকেট! সত্যিই?’ মিমির কমেন্ট নজর এড়ায়নি অঙ্কুশেরও, তিনিও পাল্টা উত্তর দিয়ে লেখেন, ‘আমি হট এটা সত্যি, তাবলে কি আমি কখনও জ্যাকেট পরব না?’ অঙ্কুশ-মিমির এই খুনসুটিতে অভিনেতাকেই সমর্থন জানিয়ে এক নেটিজেন পাল্টা লিখেছেন, ‘একদম’।
অঙ্কুশের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদেরও। প্রসঙ্গত, জি বাংলায় ফিরছে জনপ্রিয় শো ‘ডান্স বাংলা ডান্স’। সম্ভবত, অঙ্কুশের এই ছবিটি সেই শোয়েরই শ্য়ুটিংয়ের আগে তোলা হয়েছে। বহু বছর ধরে জি বাংলার এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করে আসছেন অঙ্কুশ। কাজের ক্ষেত্রে শেষবার অঙ্কুশকে দেখা গিয়েছেন ‘মির্জা’তে। যে ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অঙ্কুশ। ছবিটি বক্স অফিসে মন্দ ফল করেনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports