দেখতে দেখতে ৬৮ বছরের পদার্পণ করলেন ৯০ দশকের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকির এই বিশেষ দিনটিকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য বন্ধুবান্ধব থেকে সহকর্মীরা সকলেই জানিয়েছেন শুভকামনা। জ্যাকিকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন অনিল?

জ্যাকিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনিল কাপুর লেখেন, আমরা আগের জন্মে যে ভাই ছিলাম তাতে কোনও সন্দেহ নেই। তবে শুধু আগের জন্মে নয়, এই জন্ম এবং আগামী কয়েক জন্মেও আমি তোমার ভাই হয়ে থাকতে চাই। তোমার সঙ্গে চিরকালই আমার একটা আলাদাই সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। জগ্গুদা। অনেক ভালোবাসা রাম। শুভ জন্মদিন।
আরও পড়ুন: কে এই প্রিয়া বন্দ্যোপাধ্যায়? চালচিত্র-খ্যাত বাঙালি অভিনেত্রীকে বিয়ে করছেন বলি অভিনেতা প্রতীক বব্বর
তবে শুধু একা অনিল কাপুর নন, অভিনেতার স্ত্রী আয়েশা, ছেলে টাইগার এবং কৃষ্ণাও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন জ্যাকিকে। আয়েশা একটি ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাপি বার্থডে। তোমার সম্পর্কে আর নতুন করে কি বলব। আমরা একসঙ্গে অনেক উত্থান পতন দেখেছি। তুমি নিঃসন্দেহে বিশ্বের সেরা বাবা। অনেক অনেক ভালোবাসা তোমায়।

জ্যাকির মেয়ে কৃষ্ণা লিখেছেন, আমার সব থেকে আনন্দের দিন আজ। শুভ জন্মদিন। অজয় দেবগন লিখেছেন, শুভ জন্মদিন দাদা। আপনি একজন বড় হৃদয়ের মালিক। সারা জীবন এই ভাবেই হাসিখুশি থাকুন।
আরও পড়ুন: সোহেলকে আদুরে নামে ডাকল তিয়াসা! ডিভোর্সি ‘প্রেমিকা’কে নিয়ে কী অভিযোগ মিত্তির বাড়ি অভিনেতার
আরও পড়ুন: ‘দিদি আমাকে মেরেই ফেলবে কোনদিন…’, বদমেজাজি বড় মেয়েকে নিয়ে ভয়ে থাকতেন তনুজা! ফাঁস করলেন তনিশা

অনন্যা পান্ডে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে জ্যাকি ছোট্ট অনন্যাকে কোলে ধরে রয়েছেন। ছবিটি পোস্ট করে অনন্যা লিখেছেন, শুভ জন্মদিন। অনেকটা সময় পেরিয়ে গেছে। জ্যাকি শ্রফের ভক্তরাও এই দিন প্রিয় অভিনেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার হাত ধরে।

জ্যাকি ১৯৮২ সালে ‘স্বামী দাদা’ নামক একটি সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন। ১৯৮৩ সালে ‘হিরো’ নামক একটি সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ অভিনয় জগতে বহু আইকনিক চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি। সর্বশেষ ‘বেবি জন’ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে।