খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা প্রতীক পাতিল বব্বর। আর তাঁর পাত্রীর নাম জানার পর থেকেই বাঙালির উৎসাহ যেন আরও চরমে। কারণ বাঙালি, প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে বিয়েটা। প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত স্মিতা পাতিলের পুত্র প্রতীক ২০২৩ সালের নভেম্বরে করেছিলেন বাগদান। ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করতে চলেছেন।
প্রতীক এবং প্রিয়ার বিয়ে
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে বিয়ের বাসরে কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারই উপস্থিত থাকবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই অনুষ্ঠানটি প্রতীকের বান্দ্রার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সোহেলকে আদুরে নামে ডাকল তিয়াসা! ডিভোর্সি ‘প্রেমিকা’কে নিয়ে কী অভিযোগ মিত্তির বাড়ি অভিনেতার
জানা গিয়েছে, ২০২০ সালে ডেটিং শুরু করেন এই প্রতীক ও পিয়া। ২০২৪ সালের ২৮ আগস্ট তারা একটি হৃদয়গ্রাহী বার্তা-সহ একটি ছবি শেয়ার করে তাদের চতুর্থ বার্ষিকী উদযাপন করেছেন। ‘৪ বছর ধরে ভালোবেসেছি তোমায়... তোমাকে আমার বাগদত্তা বলে ডাকার ৯ মাস... তোমার সঙ্গে চিরকাল করার জন্য অপেক্ষা করতে পারছি না’।
আরও পড়ুন: বিনোদিনী নাকি সত্যি বলে সত্যি কিছু নেই, জানুয়ারিতে বাংলা বক্স অফিসে বাজিমাত কার? সৃজিত না রুক্মিণী
২০২৪ সালের নভেম্বরে তারা বাগদানের এক বছর উদযাপন করেছিলেন। চলুন এবার জেনে নেওয়া যায়ক, প্রতীকের হবু স্ত্রী, বাঙালি অভিনেত্রী পিয়ার ব্যাপারে।
কে এই প্রিয়া বন্দ্যোপাধ্যায়?
১৯৯০ সালের ১৬ এপ্রিল কানাডায় জন্ম প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের। আইএমডিবি তথ্য অনুসারে, তিনি কানাডা থেকে আন্তর্জাতিক বিপণন এবং কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছিলেন, তবে থিয়েটারের প্রতি আগ্রহ তাঁকে ভারতে নিয়ে আসে। এরপর তিনি মুম্বাইয়ে অভিনয় কোর্সে প্রবেশ করেন।
তার অভিনীত কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে জাজবা (২০১৫), ২০১৬ দ্য এন্ড (২০১৭), দিল জো না কেহ সাকা (২০১৭)। উপরন্তু, তিনি ফুহ সে ফ্যান্টাসি (২০১৯), হ্যালো মিনি (২০১৯), বেকাবু (২০১৯) এর মতো বিভিন্ন প্রোজেক্টে দেখা মিলেছে তাঁর। তাঁকে প্রতীম ডি. গুপ্তার চালচিত্র সিনেমাতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: ‘এত শয়তানি করতাম, মায়ের থাপ্পড়ও খেয়েছি…’! দুষ্টুমিতে রবিনাকে কীভাবে নাজেহাল করতেন রাশা
প্রতীকের অতীত সম্পর্ক
২০০৮ সালে 'জানে তু' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন প্রতীক। এরপর 'দম মারো দম', 'এক দিওয়ানা থা', 'ইসাক', 'বাঘি ২', 'ছিছোড়ে'-র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। 'ফোর মোর শটস প্লিজ!', 'রানা নাইডু', 'খোয়াবন কা ঝামেলা'-সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজও দেখা গিয়েছে প্রতীককে। এর আগে 'এক দিওয়ানা থা'-র সহ-অভিনেত্রী অ্যামি জ্যাকসনের সঙ্গে ডেট করেন৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ জ্যাকসন এখন গসিপ গার্ল খ্যাত এড ওয়েস্টউইককে বিয়ে করেছেন। ২০১৯ সালে প্রতীক সানিয়া সাগরকে বিয়ে করলেও ২০২০ সালে তাদের বিয়ে ভেঙে যায়।