২০২৫ সালের জানুয়ারিতেই বলিউডে পা রেখেছেন রাশা থাডানি। ১৯ বছর বয়সী এই তরুণী অভিষেক কাপুরের পিরিয়ড ড্রামা আজাদ দিয়ে শুরু করলেন কেরিয়ার। রাশার বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে আমির কাপুরের ভাগ্নে আমান দেবগনকে। এই সিনেমাতে সবচেয়ে বেশি যা চর্চায়, তা হল রশার নাচ। রবিনা-কন্যার পরবর্তী প্রোজেক্ট কী হতে চলেছে তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা।
আপাতত রাশাকে নিয়ে চর্চার কোনো শেষ নেই। রবিনার মেয়ে একটি সাক্ষাৎকারে নিজের মুখেই জানালেন, ছোটবেলা কীভাবে দুষ্টুমি করে নাজেহাল করতেন অভিনেত্রী মাকে।
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে আলাপচারিতায় রাশা থাডানিকে বলতে শোনা যায়, ‘তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু’। সঙ্গে রবিনাকে 'কুল মম' বলে অভিহিত করে রাশা শেয়ার করে নিয়েছেন, ছোট থেকেই কীভাবে মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। ‘অবশ্যই কোনো ভুল করলে তিনি আমাকে শুধরে দেন। যাই হোক না কেন, দিনের শেষে তিনি তো মা-ই।’ ছোটবেলা মায়ের কাছে বকাঝকা খেতেন কি না প্রশ্নে, রাশা জবাব দেন, ‘আমার ১৪ বছর পর্যন্ত। তারপর অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছেন’।
তারকা সন্তান শেয়ার করেছেন, ‘আসলে ১৪ বছর হওয়ার পর আমি বুঝতে শিখে গিয়েছিলাম যে আমার কী করা উচিত, আর কী না! আর হ্যাঁ, বুঝতে না এরপর ভুল করলে আমার উপর চিৎকার করত। তবে খুব বেশি শাসন করতে হয়নি। আমি তো ছোটবেলা মায়ের হাতে থাপ্পড়ও খেয়েছি। আমি নখ কামড়াতাম। আর মা আমার হাতে টোকা মারত। আমি মনে করি সবার ম-ই এরকম করে থাকে।’
রাশা আরও বলেন, ‘আমি এত শয়তান ছিলাম। এত দুষ্টুমি করতাম, ও মাই গড! মা-বাবা হয়রান হয়ে যেত। এই বলল, এটা করিস না। আমি বলতাম, 'ঠিক আছে'। তারপর আবার পরমুহূর্তে সেটাই করতাম।’