২০০৯ সালের ‘কেশরী’ সিনেমার সিক্যুয়েল ‘কেশরী চ্যাপ্টার ২’। গত ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর নির্মিত এই সিনেমায় যখন অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছিল তখনই সিনেমার কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিছু দর্শক।
অনন্যার অভিনয় নিয়ে প্রশ্ন উঠলেও সিনেমা মুক্তি পাওয়ার পর অনন্যার অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান দর্শকরা। আইনজীবীর ভূমিকায় অনন্যার অভিনয় দেখে প্রশংসা করেন সমালোচকরাও। অনন্যার অভিনয় নিয়ে যেখানে এত প্রশ্ন উঠেছিল সেখানে কোন সাহসে ভর করে অনন্যাকে সিনেমায় নিয়েছিলেন পরিচালক? অনন্যার ওপর এই বিশ্বাস কীভাবে তৈরি হল?
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে আলাপচারিতায় ‘কেশরী চ্যাপ্টার ২’ পরিচালক করণ সিং ত্যাগী বলেন, ‘আমি ’গেহেরিয়া' ছবিতে অনন্যার অভিনয় দেখেছিলাম। আমার মনে আছে ওই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছিল ও। ওর ওপর আমার বিশ্বাস ছিল। এই সিনেমায় অভিনয় করার জন্য গত এক বছরের বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করেছে অনন্যা। চরিত্রকে আরও জীবন্ত করে তোলার জন্য তিনি ভাষার ক্লাস করেছেন, আবার বোম্বে হাইকোর্টেও গিয়েছেন। আপনারা পর্দায় যা দেখেছেন, সেটি ওঁর কঠোর পরিশ্রমের ফল।'
‘কেশরী চ্যাপ্টার টু’ একটি কোর্টরুম ড্রামা। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের পরবর্তী সময়ের উপর নির্মিত এই সিনেমায় অ্যাডভোকেট সি শংকর নারায়ের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়, বিপক্ষ উকিলের চরিত্রে অভিনয় করেছেন মাধবন। দুর্দান্ত এই কোর্টরুম ড্রামা দেখে অনেকেই দাবি করেছেন এই সিনেমাটি আগামী দিনে জাতীয় পুরস্কার পেতে পারে।
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
প্রসঙ্গত, মুক্তির এক সপ্তাহের মধ্যেই এই সিনেমাটি ৩ কোটি ২০ লক্ষ টাকা আয় করেছে। বর্তমানে ছবিটির মোট আয় ৪২ কোটি ২০ লক্ষ টাকা। মুক্তির দিনেই ৭ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছিল সিনেমা। খুব শীঘ্রই সিনেমাটি ১০০ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে বিশ্বাস পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেরই।