‘সাইয়ারা’ এই বছরের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে তন্যতম তা তো বলাই বাহুল্য। এই ছবির হাত ধরে আহান পান্ডের সঙ্গে অনীত পান্ডা বলিউডে অভিষেক করেছেন। ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকদের মনে তিনি জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও সকলের প্রচুর ভালোবাসা পাচ্ছেন। এত ভালোবাসা পাওয়ার পর, অনীত সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের কাছে একটি সুন্দর বার্তা দিয়েছেন। তবে এর পাশাপাশি তিনি তাঁর ভয়ের কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: লংগেস্ট ওয়ান-শট ছবি আনছেন অংশুমান প্রত্যুষ? মুকুল, সৈকত ছাড়া আর কে কে থাকছেন?
অনীত কী বলেছেন?
অনীত তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে চাই যে আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি আপনাদের সকলকে চিনি না, কিন্তু আমি জানি যে, আমি আপনাদের খুব ভালোবাসি। এই সব ভালোবাসা যা আপনারা আমাকে এত উদার ভাবে দিয়েছেন, আমি জানি না তা কী ভাবে আপনাদের ফিরিয়ে দেব।’
আরও পড়ুন: ‘মহাবতার নরসিংহ’ ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’র আয়কে! বক্সঅফিসে কোন ছবির কেমন কালেকশন?
অনীত আরও লিখেছেন, 'তবে আমি এখন ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি যে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব কিনা। কিন্তু আমার যা কিছু আছে, এমনকী আমার ছোট্ট টুকরোটাও, আমি উৎসর্গ করে দেব। যদি তা আপনাদের হাসায় বা কাঁদায় অথবা আপনাকে কিছু মনে করিয়ে দেয়, তাহলে হয়তো সে জন্যই আমি এখানে আছি এবং আমি চেষ্টা করে যাব। আমি হয়তো পারফেক্ট নই, কিন্তু আমার যা কিছু আছে তা নিয়ে আমি আছি কারণ আমি আপনাদের ভালোবাসি।'
আরও পড়ুন: পিতৃহারা হলেন সলমনের দেহরক্ষী! কোন মারণরোগে আক্রান্ত ছিলেন শেরার বাবা?
অনীতের এই পোস্টে দেখে ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন। অনেকই নানা মন্তব্য করছেন। কেউ কেউ তাঁকে তাঁদের ক্রাশ বলছেন, আবার কেউ কেউ তাঁর ভবিষ্যতের কাজগুলির জন্য শুভকামনা জানিয়েছেন। একজন আরও লিখেছেন যে, ‘আপনার কথাগুলি আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনি যেভাবে আপনার অনুভূতিগুলি ভাগ করে নিয়েছেন তা খুবই সুন্দর। আপনার অনুরাগীদের এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
আরও পড়ুন: বৃদ্ধার হাতে চুমু রণবীরের, করলেন প্রণামও! নায়ককে ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা
কাজের সূত্রে এরপর অনীতকে 'নয়য়' ছবিতে দেখা যাবে। এই ছবিটি গত বছর শ্যুটিং হয়েছিল। এই ছবিটি একটি কোর্ট রুম ড্রামা।