রুপোলি পর্দায় প্রভু শ্রীরামের ভূমিকায় হাজির হতে চলেছেন রণবীর কাপুর। নীতেশ তিওয়ারির রামায়ণ ছবি ঘোষণার পর থেকেই ভক্তরা এই ছবিটি দেখার জন্য খুব উচ্ছ্বসিত। রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল, যশের মতো তারকারা জুড়ে রয়েছেন এই ছবির সঙ্গে। এবার শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনও যোগ দিতে চলেছেন এই ছবিতে। তবে অভিনেতা হিসেবে নয়। হ্যাঁ, সূত্রের খবর এই ছবির কথক বা ন্যারেটার হিসেবে কাজ করতে পারেন অমিতাভ বচ্চন।
বিগ বি-র ব্যারিটোন কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি। আর সেই কণ্ঠই এবার প্রতিধ্বনিত হবে রামায়ণে। মিড ডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে কথক হিসেবে নেওয়ার চেষ্টা চালাচ্ছে টিম রামায়ণ। তার কণ্ঠের তুলনা হয় না। নির্মাতারা চাইছেন তাঁর কণ্ঠ দিয়েই ছবিটি শুরু হোক। বর্তমানে এটি আলোচনার পর্যায়ে রয়েছে। ছবিটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী। হনুমানের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল এবং রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ। ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ রবি দুবে। কিছুদিন আগে সানি দেওল জানিয়েছিলেন, তিনি এখনও ছবির শুটিং শেষ করেননি। তবে শিগগিরই তা সম্পন্ন হবে। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই ভূমিকাটি খুব উত্তেজনাপূর্ণ….খুব সুন্দর একটি চরিত্র। তবে আমিও নার্ভাস’।
ছবিটির প্রথম অংশ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় অংশটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে। প্রভাস অভিনীত আদিপুরুষ ঘিরে তৈরি হয়েছিল চরম বিতর্ক, সেই ছবির মূল ভাবনাও ছিল রামায়ণকে ঘিরেই। তাই নীতিশ তিওয়ারির রামায়ণের দিকে তাকিয়ে সিনেপ্রেমীরা। অ্যানিম্যালের পর রণবীর কাপুরকে রাম অবতারে দর্শক কতখানি গ্রহণ করবে সেই নিয়েও চলছে চর্চা।