সকাল সকাল টুইটার থেকে ব্লু টিক হারিয়েছেন একাধিক তারকা। যেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনও। দেখুন এই নিয়ে কী টুইট করলেন তিনি-
টুইটার থেকে ব্লু টিক গায়েব হতেই প্রতিক্রিয়া এল অমিতাভের থেকে।
আজ সকালে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান-সহ বেশ কয়েকজন তারকার টুইটার থেকে তাদের ব্লু টিক হারিয়েছেন। সেলেবদের ভুয়ো অ্যাকাউন্ট যাতে না থাকে তার চিহ্নিতকরণের জন্য ২০০৯ সাল থেকে এটি শুরু হয়েছিল। তবে এখন যারা এই নীল টিক মার্কটি পেতে চান বা অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ পরিচিতি দিতে চান তাঁদের মাসিক সাবস্ক্রিপশন নিতে হবে।
ইতিমধ্যেই বহু তারকা তাঁদের ব্লু ভেরিফায়েড টিক হারানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তাঁর মধ্যে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া সবচেয়ে হাস্যকর। তিনি লেখেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাত তো জুড়েই নিয়েছি আমি। এবার কি পা-ও জুড়তে হবে?’
নিয়মিত টুইটার করে থাকেন অমিতাভ। রোদ ব্লগ লেখেন তিনি। টুইটে নম্বর দিতেও ভোলেন না। কদিন আগে এই কিংবদন্তি অভিনেতা টুইটার নিয়ে আরেক অনুরোধ করেছিলেন। সেই সময় টুইটে লিখেছিলেন, ‘আরে টুইটার ভাইয়া, এবার একটা এডিট বটনও লাগিয়ে দাও প্লিজ। অনেক সতর্ক থাকার পরেও যখন কোনও ভুল হয়ে যায় আর শুভাকাঙ্ক্ষীরা আমাদের জানায় তখন ডিলিট করে দিয়ে নতুন করে লিখতে হয়। হাত জোড় করছি।’ আরও পড়ুন: সম্পর্ক নিয়ে হয়েছিল চর্চা, আর কি স্বস্তিকার সঙ্গে কাজ করবেন জিৎ? রাখলেন শর্ত