
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৮০-৯০এর দশকের বলিউডের থেকে আজকের বি-টাউন অনেকটাই বদলেছে। সিনেমা থেকে সামাজিকতা, পোশাক থেকে অনুষ্ঠান, সবকিছুতেই এসেছে আমূল পরিবর্তন। উদাহরণ স্বরূপ বলা যায়, ৮০-৯০-এর দশকে বলিউড তারকা থেকে বিভিন্ন ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানের রীতি না বদলালেও অনুষ্ঠানের ধরণ কিন্তু অনেকটাই বদলেছে। সম্প্রতি ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তথা প্রযোজকের ছেলে কমল নাহতার বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে নব-বিবাহিত কমল নাহতাকে শুভেচ্ছা জানাচ্ছেন উপস্থিত অতিথিরা। তিনি অনিল কাপুর ও জ্যাকি শ্রফের সঙ্গে পোজ দিচ্ছেন। জুহি চাওলাকেও হাসিমুখে সেখানে দেখা যায়। ঋষি কাপুর ও রাকেশ রোশনকে হাসিখুশি কথা বলতে দেখা যায়। দেখা মেলে বাপ্পি লাহিড়ী, রণধীর কাপুর এবং প্রেম চোপড়া সহ অন্যান্য অতিথিদের। অনুষ্ঠানে গিয়েও সই শিকারিদের খপ্পরে পড়েন জিতেন্দ্র। ছবি তোলার জন্য এক মহিলাকে দুহাতে কাছে টেনে নিতেও দেখা যায় তাঁকে। গোবিন্দাকে সেই বিয়েতে নাচতে দেখা যায়। অমিতাভ বচ্চনকে একটা বড় ফুলের তোড়া নিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেখা যায়। তিনি তা মঞ্চে বর-কনেকে শুভেচ্ছা জানান। দেখা মেলে বিনোদ খান্না, শক্তি কাপুর, দারা সিং, অনুপম খের, সুরজ বরজাতিয়া এবং জিতেন্দ্র, জুহি চাওলা থেকে বহু তারকার। একপ্রকার গোটা বলিউড সেখানে নব-দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিল।
আরও পড়ুন-জামাই-এর দেখা নেই! উপবাস রেখে অপেক্ষায় কাঞ্চনের শাশুড়িমা, পরিকল্পনা ফাঁস করলেন শ্রীময়ী
৯০র দশকের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, 'কোনও তারকাদের মধ্যে দেখনদারি নেই শুধুই সরলতা (হৃদয়-আকৃতির চোখ, আগুন এবং হৃদয়ের ইমোজি)। ' আরেকজন লিখেছেন, ‘ওল্ড ইজ গোল্ড। সেই সরলতা ও মার্জিত ব্যক্তিত্বকে এখন সত্যিই মিস করি। আজকাল বিলাসিতায় কে কাকে ছাপিয়ে যেতে পারে, সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে। একজন জ্যাকি শ্রফের প্রশংসা করে লিখেছেন, 'স্টার জ্যাকি শ্রফ (আশীর্বাদের ইমোজি)।' আরেক ভক্ত লিখেছেন, ‘সে যুগ ছিল পিওর নো শো অফ, সিম্পল ওয়েডিং পুরো উপভোগ্য, আজকাল আমরা এসব দেখি না, এখন কে কত দেখাতে পারে সেটাই বড়। কারোর মন্তব্য, ’এখন কে কাকে কতটা অনুকরণ করতে পারে, কাকে ছাপিয়ে যেতে পারে, সেটাই বড়।' কারোর কথায়, ‘সবকিছু কত সাধারণ ৯০ এর দশকে সবকিছুই সহজ ছিল।’
প্রসঙ্গত, ব্যক্তিগত সম্পর্কের খাতিয়ে বর্ষীয়ান প্রযোজক রামরাজ নাহতার ছেলে হলেন কমল নাহতা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports