২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা-তথাগত। এটা ছিল পারিয়া পরিচালকের দ্বিতীয় বিয়ে, এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত। টেকেনি সেই বিয়ে। একটা সময় টলিপাড়ার অন্যতম আদর্শ দম্পতি হিসাবে পরিচিত তথাগত-দেবলীনার সাজানো সংসার ভাঙে বছর তিনেক আগে। আরও পড়ুন-'কে বিবৃতি? চিনি না!..আমি তথাগতর সঙ্গেই আছি', স্বামীর পরকীয়ার চর্চা মিথ্যে, দাবি দেবলীনার
২০২১-এর শেষের দিকেই প্রকাশ্যে এসেছিল তথাগত-দেবলীনার দাম্পত্য কলহ। এখন ছাদ আলাদা হয়েছে তাঁদের, যদিও কাগজে কলমে এখনও স্বামী-স্ত্রী তাঁরা। তথাগত-দেবলীনার মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে শুরু থেকেই উঠে এসেছে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। দেবলীনা যতই তথাগতর জীবনে বিবৃতির অস্বস্তিত্বকে অস্বীকার করুন না কেন, একটু একটু করে প্রকাশ্যে আসছে দুজনের রসায়ন।

তথাগতর জন্মদিনে মধ্যরাতে কেক কাটার ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিবৃতি। ছবির প্রেক্ষাপট বলছে তথাগতর বাড়ির ড্রয়িং রুমে তোলা এই ছবি। পরিচালক-অভিনেতার সামনে সাজানো দুটো কেক। বিবৃতির শুভেচ্ছা সাদামাটা তবে ছবি কথা বলে! ক্য়াপশনে নায়িকা লিখেছেন, ‘Buddayee Much Director’, এর পাশাপাশি বিবৃতি লেখেন, ‘নেড স্টার্ক জিন্দাবাদ’। জানিয়ে রাখি, গেম অফ থ্রোনর্সের জনপ্রিয় একটি চরিত্র নেড স্টার্ক। বিবৃতির এই শুভেচ্ছা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন তথাগত।
ওদিকে তথাগতর জন্মদিনটা নিজের মতো করেই উদযাপন করলেন দেবলীনা। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি আগে বলতাম, আমাদের সাত বছরের দাম্পত্য আমার কাছে শ্রেষ্ঠ সময়। এখন তা বদলেছে। ওই উদযাপনের স্মৃতি নিয়ে আজ যে ভাবে দিন কাটাই, সেটাই শ্রেষ্ঠ সময়।’ আজ দেবলীনার স্পেশ্যাল ডে। এইদিনে পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে এবং চারপেয়ে ছানাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রবি ঠাকুরের কথা ধার করে দেবলীনা লেখেন, ‘জীবনটাকে সময়ের তালে নাচতে দাও, ঠিক যেমনভাবে পাতার শীর্ষ শিশির কণা…’।
জন্মদিনেই ‘পারিয়া ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেললেন পরিচালক। সেই পোস্টার নিজের ইনস্টাগ্রামের টাইমলাইনেও শেয়ার করেন দেবলীনা। বুঝিয়ে দেন, তথাগতর সাফল্যে শরিক তিনিও।
জানা যায়, ‘ভটভটি’র সেটেই নাকি বিবৃতির সঙ্গে মন দেওয়া নেওয়া সারেন তথাগত। এই ছবিতে অভিনয় করেছেন দেবলীনাও। দেবলীনা তো প্রকাশ্যে বিবৃতিতে চিনতেও আজকাল অস্বীকার করেন! তথাগত নিজের মুখে জানিয়েছেন বিবৃতির সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক নেই। স্বামীর কথায় আস্থা অটুট দেবলীনা। তিনি বলেছেন, ‘তবে আমি যত দূর তথাগতকে চিনি, তাতে আমি নিশ্চিত যে, তথাগতর সঙ্গে বিবৃতির প্রেমের সম্পর্ক নেই’।