নতুন বিবাহিত জীবনের জন্য কী টেনশন হচ্ছে? এমন কথায়, মণিপুরের মেয়ে লিন লাইশরাম বলেন, তাঁর এমনকিছুই হচ্ছে না। তবে রণদীপ হুদা বলেন, ‘সকলেরই এমন হয়।’ বলিউডের কেউ তাঁদের বিয়েতে যোগ দিতে মণিপুরে আসছেন কিনা প্রশ্ন করা হলে রণদীপ বলেন, ‘নাহ শুধু আমিই…’।
মঙ্গলবার রণদীপ হুদা ও লিন লাইশরামকে ইম্ফল পূর্ব জেলার হেইনগাং-এর একটি মন্দির গিয়ে আশীর্বাদ চাইতে দেখা গেছে। উভয়েই মন্দির দর্শনের জন্য ট্রাডিশনাল পোশাক পরেছিলেন। ইম্ফলের ওই মন্দির থেকেই সংবাদ সংস্থা PTI-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেতা বলেন, ‘আমি মণিপুরের জন্য একটা সুন্দর ভবিষ্যত,এবং বিশ্বের সর্বত্র যাতে শান্তি থাকে সেই প্রার্থনাই করেছি। আর প্রার্থনা করেছি একটা সুখী বিবাহিত জীবনের এবং আরও অনেক কিছুর জন্য প্রার্থনা করেছি। আশা করি আমি সেগুলি পাব।’
নতুন বিবাহিত জীবনের জন্য কী টেনশন হচ্ছে?
এমন কথায়, মণিপুরের মেয়ে লিন লাইশরাম বলেন, তাঁর এমনকিছুই হচ্ছে না। তবে রণদীপ হুদা বলেন, ‘সকলেরই এমন হয়।’ বলিউডের কেউ তাঁদের বিয়েতে যোগ দিতে মণিপুরে আসছেন কিনা প্রশ্ন করা হলে রণদীপ বলেন, ‘নাহ শুধু আমিই…’।