‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের দৌলতে টেলিপর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’। সেদিনের সেই 'পাখি' মধুমিতা সরকার এখন অবশ্য বড়পর্দার নায়িকা। কাজ করেছেন ওয়েব সিরিজেও। আবার মাঝেমধ্যেই বোল্ড ফটোশ্যুট করতেও দেখা যায় মধুমিতাকে। বেশকিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় বোল্ড ফটোশ্যুটে দেখা গিয়েছিল মধুমিতাকে। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। চলেছিল তীব্র ট্রোলিং।
আর এবার আরও একবার সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা। তাতেই ফের শুরু হয়েছে ট্রোলিং। কারণটা অবশ্য় মধুমিতার ক্য়াপশান। তথাগত ঘোষের ছবিতে মধুমিতাকে দেখা গিয়েছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে নস্যি রঙের লেদারের শর্ট স্কার্ট পরেছেন তিনি। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে রোদচশমা। দাঁড়িয়ে তোলা ছবিতে আবার সেই রোদচশমাটি উধাও। ক্যাপশানে তাইঅভিনেত্রী লিখেছেন, ‘With or without’। ছবিটি 'ভূমি মেকআপ', ‘বাবান ইসলাম’ নামে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বেশ বোঝা যাচ্ছে, এই ভূমিই মধুমিতার মেকআপ করেছেন।
আরও পড়ুন-অনুরাগের ছোঁয়া-র সেটে দিব্যজ্যোতির 'ভালোবাসা'! সূর্য লিখল, 'তোমার প্রেমেই পড়ব চিরকাল'
আরও পড়ুন-বড় পরিবর্তন! ‘আমি শিবভক্ত, জীবনের এই আধ্যাত্মিক মোড়কে দারুণ উপভোগ করছি’, অভিনয় ছাড়ছেন মধুমিতা?