কদিন আগেই দুষ্কৃতীদের হাতে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের বেলঘরিয়া অঞ্চলের কাউন্সিলর, অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। সেই সময় প্রতিবাদ করেছিলেন কামারহাটি এলাকার বিধায়ক মদন মিত্রও। তবে এরই মাঝে ‘কার কাছে কই মনের কথা’ অভিনেত্রীর উপরে উঠল তোলাবাজির অভিযোগ।
এক ব্যবসায়ী শ্রীতমার উপরে ‘তোলা আদায়ের’ অভিযোগ এনে দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে। শুধু তাই নয়, নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জমা দিয়েছেন একটি ভিডিয়োও। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। জানা গিয়েছে, ভিডিয়োটিতে দেখা যাচ্ছে শ্রীতমার মায়ের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে।
কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা করেছেন এই অভিযোগ। এই এলাকারই কাউন্সিলর শ্রীতমা। অভিযোগ তাঁর কাছে তোলা চেয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন অভিনেত্রী।
অমিত কুমার সাহা জানান, ‘শ্রীতমা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার থেকে তোলা আদায়ের চেষ্টা করেছেন। টাকাও নিয়েছেন। ওঁর বাড়ি গিয়ে ওঁর মাকে টাকা দিয়ে আসার ভিডিয়ো আমার কাছে আছে। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, টাকা না দিলে, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে। শেষে কোনও উপায় না পেয়ে অভিযোগ জানিয়েছি পুলিশকে।’
তবে ওই ব্যবসায়ীর নেওয়া অভিযোগকে তাঁর বিরুদ্ধে ওঠা ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন শ্রীতমা। তিনি বলেন, সেই ব্যক্তি নিজেকে দলের (তৃণমূলের) কর্মী বলে দাবি করেন। তাই ভোটের আগে, দলের জন্যই অর্থ সাহায্য চাওয়া হয়েছিল। শ্রীতমা সেই টাকা দলের লোকেদের সামনে নিতে চেয়েছিলেন। ওই ব্যক্তি দুই খাতে টাকা দেয়। যার মধ্যে একটি দেওয়া হয় তাঁর বাড়িতে এসে।
‘সবাই জানে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে। ওঁর বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলাম বলেই আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করা হয়েছে। আমি বারবার বলেছিলাম বাড়িতে টাকা নেব না। উনি শোনেননি। এবার সব বুঝতে পারছি। উনি কিন্তু জনসম্মুখে টাকা দেওয়ার ভিডিয়োটা দেখাতে পারেননি।’