‘থ্রি ইডিয়টস’-খ্যাত অভিনেতা অখিল মিশ্র মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। জানা যাচ্ছে যে, অভিনেতা রক্তচাপ সংক্রান্ত সমস্যার কারণে বেশকিছু সময় ধরে অসুস্থ ছিলেন। রান্নাঘরে একটি টুলের উপর উঠে তিনি কিছু করার চেষ্টা করছিলেন। সেই সময় উপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান। তাঁকে সঙ্গে-সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের শত চেষ্টার পরও তিনি বাঁচতে পারেননি এবং কয়েক ঘণ্টা পরে মারা যান।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকষ্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমাতে গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। বেশ কিছু হাস্যকর দৃশ্য ছিল সেই সিনে, যা সারাজীবন মনে থাকবে দর্শকদের। তিনি হাজারোঁ খোয়াইশেন অ্যায়সি, ওয়েল ডন আব্বা, ক্যালকাটা মেইল এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি দো দিল বন্ধে এক ডোরি সে, উত্তরণ, পরদেস মে মিলা কোই আপনা এবং শ্রীমান-শ্রীমতির মতো শো-এর অংশ ছিলেন।
জানা যাচ্ছে, অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাড়ির তরফে আপাতত দাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বামীর মৃত্যুতে সুজানের প্রতিক্রিয়া, আমার হৃদয় ভেঙে গেছে, আমার সেকেন্ড হাফ চলে গেছে।’
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। এরপর ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর বেশ ধুমধাম করে হয় সামাজিক বিয়ে। সুজান মাসখানেক আগেই জানিয়েছিলেন সুধীর তাঁকে ভালো করে হিন্দি শিখতে সাহায্য করেছিল। যাতে তিনি বলিউডে আরও ভালো কাজ পান। সুজানকে শেষ দেখা গিয়েছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার সিনেমায়। এছাড়া কসৌটি জিন্দেগি কি, সাবধান ইন্ডিয়া, এক হাজারো ম্যায় মেরি বহেনা হ্যায়, ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।