রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের হুমকি দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুরুল্যায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময়সিং মাহাতোর সমর্থনে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী মনে করান, মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে একদল ভারতবিরোধী স্বামী বিবেকানন্দকে অপমান করেছিলেন। কিন্তু তাতে তাঁরা স্বামীজিকে টলাতে পারেননি।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি
পড়তে থাকুন: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যথিতহৃদয়ে আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। স্বামী বিবেকানন্দ যখন বিদেশের মাটিতে গিয়ে ভারতের কথা বলতেন তখন লাখো মানুষ তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন। তবে ভারতবিরোধীদের এমন একটা অংশ ছিল যারা স্বামী বিবেকানন্দকে ভীষণ অপমান করেছিল। তাঁকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বামী বিবেকানন্দ মা ভারতীর মিশনে বেরিয়েছিলেন, তিনি কি ভয় পাওয়ার পাত্র?’
নরেন্দ্র মোদী বলেন, ‘আজ এমনই হচ্ছে বাংলার মাটিতে। ভোটে যে তৃণমূল সরকার বাংলার মানুষকে ভয় দেখায়, হুমকি দেয়, হিংসা করায় এবার সব সীমা পার করে দিয়েছে। আজ দেশ ও দুনিয়ায় ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তারা ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের খোলাখুলি হুমকি দিচ্ছেন। খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছেন। দুনিয়াজুড়ে এই মিশনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ অনুগামী থাকেন। আর এদের উদ্দেশ শুধুমাত্র মানুষের সেবা করা। বাংলার সরকার তাদের দিকে আঙুল উঠিয়ে তাদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। এই দুঃসাহস কেবলমাত্র নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে। সেই লক্ষ্যে তৃণমূল এত নীচে নেমে গিয়েছে। এদের বাংলার মানুষের কোনও চিন্তা নেই। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কোনও চিন্তা নেই।’
আরও পড়ুন: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর
তৃণমূলকে মোদীর হুঁশিয়ারি, ‘আমি স্বামী প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ ও স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান এই দেশ সহ্য করবে না। এমন সরকার যারা বাংলার সেবা সংস্কৃতিকে সম্মান করে না তাদের আপনাকে আপনার ভোটের শক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যে কখনও আর তারা আমাদের সন্ন্যাসী, মোহন্ত, মহাপুরুষদের অপমান করার সাহস না পায়।’