নির্বাচনে ওমর আবদুল্লাহর ৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করতেই উদ্বেগ প্রকাশ করেন মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘মুম্বাইয়ে আমি বলেছিলাম ফারুক আবদুল্লাহ আমাদের সেরা প্রতিনিধি এবং তিনি সিদ্ধান্ত নেবেন। বৃহত্তর স্বার্থে ওমর আবদুল্লাহর উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা।’
ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি
জম্মু ও কাশ্মীরে ইন্ডিয়া জোটে ফাটল। সেখানে সবকটি আসনে প্রার্থী দেবে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলের প্রধান মেহবুবা মুফতি বুধবার এই কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ কাশ্মীরের ৩ টি আসনেই নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপরেই জম্মু ও কাশ্মীরের সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে পিডিপি। এরফলে নির্বাচনের আগে আরও অস্বস্তিতে পড়ল ইন্ডিয়া জোট।
নির্বাচনে ওমর আবদুল্লার ৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করতেই উদ্বেগ প্রকাশ করেন মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘মুম্বইয়ে আমি বলেছিলাম ফারুক আবদুল্লা আমাদের সেরা প্রতিনিধি এবং তিনি সিদ্ধান্ত নেবেন। বৃহত্তর স্বার্থে ওমর আবদুল্লার উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। কিন্তু, কোনওরকম আলোচনা না করেই এই কথা ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘ওমর আব্দুল্লা এবং ন্যাশনাল কনফারেন্স আমাদের জন্য লোকসভার সবকটি আসনে লড়াই ছাড়া আর কোনও বিকল্প রাখেনি। বিজেপি আমাদের দলকে পুরোপুরি ভেঙে দিয়েছে। কিন্তু, ওমরের বক্তব্য আমার কর্মীদের হতাশ করেছে। এখন আমার কর্মীরা আমাকে ডেকে বলছেন, আমাদেরও প্রার্থী দিতে হবে।’ তিনি জানান, ওমর আবদুল্লার বক্তব্যে পিডিপি কর্মীরা অপমানিত বোধ করছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি জানান, এরপরেই তাঁর দল সব আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরে প্রতিক্রিয়া জানিয়ে ওমর আবদুল্লা বলেছেন, তিনি (পিডিপি প্রধান মেহবুবা মুফতি) যদি ৫ টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন তবে সেটা তাঁর ব্যাপার। তিনি জানান, পিডিপির কথাতেই তাঁর দল কাশ্মীরের ৩টি আসনে প্রার্থী দিয়েছে।