লোকসভা ভোটের গণনা যখন মধ্যগগনে আর রাজ্যে ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি তখনও হাল ছাড়তে রাজি নন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের কাউন্টিং এজেন্টদের কাছে তাঁর অনুরোধ, গণনাকেন্দ্র ছাড়বেন না। নিজের জয়ের ব্যাপারেও প্রত্যয়ী শোনায় সুকান্তবাবুকে।
আরও পড়ুন - ভাঙড়ে গভীর রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ISFএর পঞ্চায়েত সদস্যসহ ৫
পড়তে থাকুন - গণনাকেন্দ্র ছাড়বেন না, রাজ্যে BJPর সরকার আসছে, দলীয় কর্মীদের বার্তা সুকান্তর
মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বালুরঘাটে ভোটগণনাকেন্দ্রের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘এখনও ২৫ শতাংশ ভোটও গণনা হয়নি। তার আগে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমি ১২ হাজার ভোটে পিছিয়ে ছিলাম। এখন ২ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছি। গণনা যত এগোবে তত আমরা এগিয়ে যাব। দিলীপদাও জিতবেন এব্যাপারে কোনও সন্দেহ নেই। মুসলিমরা আমাদের ভোট দেননি, আর দেবেনও না। আমরা হিন্দুদের ভোটেই জিতব। দলের এজেন্টদের বলব, আপনারা কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না। বিজেপি তৃণমূলের থেকে একটা হলেও আসন বেশি পাবে।’
তিনি বলেন, ‘বালুরঘাটে গতবার আমরা জিতেছিলাম। কিন্তু ৩টে রাউন্ডে পিছিয়ে ছিলাম। গতবার প্রতিটি বিধানসভায় ২০টি করে টেবিল ছিল। এবারে সেখানে ১২টি - ১৪টি করে টেবিল হয়েছে। তিনটে চারটে রাউন্ড লেগেছিল মেক আপ করতে।’
ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয় নিয়ে সুকান্তবাবু বলেন, ‘ওখানে ভোটের নামে কী হয়েছে সবাই জানে। উনি ভোটের পর কোথায় থাকেন আগে দেখুন। জেলে থাকবেন না বাইরে থাকবেন।’
আরও পড়ুন - ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর - হুমকির অভিযোগ, গণনা বয়কট বাম-BJPর
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। ১০টি এগিয়ে রয়েছে বিজেপি। ১টিতে কংগ্রেস।