ভোটগণনার আগের রাতে দলীয় কর্মী ও গণনাকেন্দ্রে দলীয় এজেন্টদের মনোবল বাড়াতে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার রাতে বালুরঘাট থেকে এক ভিডিয়ো বার্তায় সুকান্তবাবু বলেন, দলীয় প্রার্থী জয়ের সার্টিফিকেট নিয়ে না বেরনো পর্যন্ত কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না। তাঁর আশ্বাস, রাজ্যে বিজেপির সরকার এখন সময়ের অপেক্ষা।
আরও পড়ুন - ফল যাই হোক জনমত মেনে নিন, হিংসা থেকে বিরত থাকুন, আবেদন রাজ্যপাল সিভি আনন্দ বোসের
পড়তে থাকুন - মুর্শিদাবাদের ৩ আসনে জয়ের আশায় মঞ্চ বাঁধছেন অধীর, রক্ষা কি হবে বহরমপুরের কেল্লা?
সুকান্তবাবু বলেন, ‘দলের সমস্ত কর্মী, পদাধিকারী, প্রার্থীর কাছে অনুরোধ, শেষ পর্যন্ত গণনায় থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে, হাতে সার্টিফিকেট নিয়ে তার পর কাউন্টিং হল ছাড়বেন। নচেৎ কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে ভাববেন না। সেখানে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপত্তা দেখবেন। প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বাংলার প্রতি নজর রাখছেন। আপনারা নিশ্চিন্তে গণনা করুন। শেষ পর্যন্ত লড়াই করুন। আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তার পর নিজের গণনাকেন্দ্র ছাড়ুন।’
গণনাকেন্দ্রের বাইরে যারা থাকবেন তাঁদের উদ্দেশে সুকান্তবাবুর বার্তা, ‘তারা গণনায় নিযুক্ত কর্মীদের যাতে মনোবল বাড়ে তাই গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রার্থী সার্টিফিকেট নিয়ে না বেরনো পর্যন্ত ময়দান ছেড়ে কেউ যাবেন না। মনে রাখবেন, ভোট মানে যুদ্ধ। যুদ্ধে ময়দান ছেড়ে পালানো কাপুরুষের কাজ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি আপনাদের আশ্বস্ত করছি, বিজেপি এইবার ঐতিহাসিক ফলাফল করতে চলেছে। সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে। তার পর বিজেপি সরকার এই রাজ্যে সময়ের অপেক্ষা।’
আরও পড়ুন - সপ্তম দফাতেও বাড়ল ভোটদানের হার, দেখে নিন কোন কেন্দ্রে কত ভোট পড়ল
মঙ্গলবার সকাল ৮টায় গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২টি আসনেও লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি গণনাকেন্দ্রে।