ভোটগণনার আগের রাতে ফের ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চালতাবেড়িয়ায় পানাপুকুর এলাকায় সোমবার রাতে প্রবল বিস্ফোরণে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জন ISFএর পঞ্চায়েত সদস্য। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন - ফল যাই হোক জনমত মেনে নিন, হিংসা থেকে বিরত থাকুন, আবেদন রাজ্যপাল সিভি আনন্দ বোসের
পড়তে থাকুন - মুর্শিদাবাদের ৩ আসনে জয়ের আশায় মঞ্চ বাঁধছেন অধীর, রক্ষা কি হবে বহরমপুরের কেল্লা?
সোমবার গভীর রাতে ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় প্রবল বিস্ফোরণ শব্দ পান স্থানীয়রা। সেখানে গিয়ে দেখেন ৫ জন গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। এর মধ্যে রয়েছেন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। আহতদের প্রত্যেকের বয়স ২২ – ২৫ বছরের মধ্যে। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর , পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমার মশলায় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখে যায় পড়ে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরি সরঞ্জাম। ঘটনাস্থলে ঘিরে রেখেছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশিপুর থানা পুলিশ।
আরও পড়ুন - সপ্তম দফাতেও বাড়ল ভোটদানের হার, দেখে নিন কোন কেন্দ্রে কত ভোট পড়ল
মঙ্গলবার সকালে SSKM হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলতে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা পুলিশ আধিকারিকদের ফিরিয়ে দেন। জানা গিয়েছে, আহতদের দেহ ৩০ – ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে আজাহারউদ্দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভাঙড় জুড়ে।