আজ, বুধবার দুপুরে ফরাক্কা এবং মালদা দক্ষিণে নির্বাচনী জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভার শুরু করার সঙ্গে সঙ্গেই এই গরমে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকী মহিলাদের গরমে অবস্থা দেখে কিছুক্ষণের জন্য বক্তব্যও থামিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। আর উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন, তাঁর মঞ্চের সামনের ফাঁকা জায়গায় মহিলাদের এনে বসাতে। তার পরেই সভা শুরু করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রচণ্ড গরমে বাংলায় সাত দফা ভোট নিয়েও সরব হন তিনি।
এদিকে মহিলারা সামনে এসে ছায়ায় বসতেই সভা শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই রেকর্ড ভেঙে পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। লু বইছে গ্রাম বাংলায়। আর তার মধ্যে নির্বাচনী জনসভা করে চলেছেন তৃণমূলনেত্রী। তাঁর কথা শুনতে ভিড়ও হচ্ছে। কিন্তু গ্রামের মহিলারা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেদিকেও সতর্ক দৃষ্টি রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘গরমে কাতারে কাতারে মানুষ এসেছে। আমার লজ্জা লাগছে সবাইকে ডেকে এনে আজ কথা বলতে হচ্ছে। আমাদের হাতে থাকে না এসব। নির্বাচন কমিশন এসব করে। বিজেপিকে খুশি করার জন্য এসব করছে। নির্বাচন কমিশন ভেবে দেখতে পারতেন। কারণ সাধারণ মানুষ সব পায় না। গরমে জ্বলতে জ্বলতে এসেছেন।’
আরও পড়ুন: যোগ্য–অযোগ্যদের পৃথক তালিকা দিতে প্রস্তুত এসএসসি, জানিয়ে দিল সুপ্রিম কোর্টে
অন্যদিকে এই গরমে লোকসভা নির্বাচন এবং তার প্রচার করতে চাঁদিফাটা গরমের সাক্ষী থাকতে হচ্ছে নেতা–নেত্রী থেকে সাধারণ মানুষজনকে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে বাধ্য হয়ে জেলায় জেলায় ভোট প্রচার করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ, বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় সভা করেন মুখ্যমন্ত্রী। তীব্র দাবদাহে ভোট করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর তখনই বক্তব্য থামিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন তাঁর মঞ্চের সামনের ফাঁকা জায়গায় মহিলাদের এনে বসাতে। তার পরই সভা শুরু করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘মেয়েরা যাঁরা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসুন।’ তারপর মহিলারা ছায়ায় আসার পর সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। রাজ্যে গরমের দাপটে মারাও গিয়েছে মানুষজন। হিট স্ট্রোক একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রীর কথায়, ‘মেয়েরা সামনে ছায়ায় এসে বসুন, তারপর সভা শুরু করব। এত গরমের মধ্যে সভায় এসেছেন। মে দিবসের দিনে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে সকলকেই আমি আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গরমে সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।’