আজ, শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে গোটা দেশে। সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এই আবহে নিজের কর্তব্যে অবিচল রয়েছেন অন্তঃসত্ত্বা পুলিশ সুপার। বিরামহীন অবস্থায় কাজ করে চলেছেন তিনি। যা এককথায় নজির স্থাপনের সামিল। আর এই পুলিশ সুপারকে দেখে এখন পুলিশ মহলে উদাহরণ তৈরি হয়েছে। অনেকেই তাঁর দিকে আঙুল তুলে দেখাচ্ছেন, নিজের ডিউটিতে এভাবেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করতে হয়। কারণ ওই পুলিশ সুপার এখন এমন অবস্থাতেও কাজের দায়িত্ব সামলাতে সারাদিন ছুটে বেড়াচ্ছেন। হ্যাঁ, তিনি পুলিশ সুপার নিবেদিতা নাইডু। অন্তঃসত্ত্বা হয়েও কাজে ডুবে রয়েছেন।
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পুলিশ সুপার নিবেদিতা নাইডু। এখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। তা নিয়েই কাজ করে চলেছেন নিবেদিতা নাইডু। আর পুলিশ মহলে হয়ে উঠছেন উদাহরণ। নিবেদিতা নাইডু এখন মধ্যপ্রদেশের উমরিয়ার পুলিশ সুপার। অন্তঃসত্ত্বা অবস্থাতেই লোকসভা নির্বাচনের ডিউটি করে চলেছেন। ভোটের আবহে জেলায় আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে পুলিশ সুপার নিবেদিতা নাইডু নিজেই রাস্তায় নেমে কাজ করছেন। প্রত্যেকটি প্রান্তে ঘুরে কড়া নজরদারি চালাচ্ছেন। তাঁর সহকর্মীরা জানান, এসপি ম্যাডামকে যেন ক্লান্তি স্পর্শ করতে পারছে না। অপরাধীদের ধরা থেকে শুরু করে নাকাতল্লাশি সব কাজে নজরদারি চালাচ্ছেন পুলিশ সুপার নিবেদিতা নাইডু। দিনের মধ্যে ১০ ঘণ্টা কাজ করছেন তিনি।
আরও পড়ুন: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন ঠেকাতে চায় শিক্ষা দফতর, কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু উদ্যোগ
এখন প্রশ্ন উঠতেই পারে, তিনি কি মাতৃত্বকালীন ছুটি পাননি? পুলিশ সূত্রে খবর, হ্যাঁ, পুলিশ সুপার নিবেদিতা নাইডু মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। কিন্তু তা নেননি। বরং কাজের মধ্যে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাই ছুটিকে পিছনে ফেলে রোজ কাজ করছেন এই পুলিশ সুপার। এই পুলিশ সুপারের সহকর্মীরা জানান, রাতের অন্ধকারেও অত্যন্ত সক্রিয় থাকছেন পুলিশ সুপার নিবেদিতা নাইডু। গোপন সূত্রে কোনও খবর পেলেই দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হচ্ছেন নিবেদিতা নিজেই। মাতৃত্বকালীন ছুটি তাঁকে দেওয়া হলেও সেটা নেননি তিনি।