BJP Lok Sabha Vote Campaign Video: ‘বর কে?’ বিরোধীদের PM বাছাই পর্বকে খোঁচা দিয়ে BJPর প্রচার ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2024, 05:58 PM IST২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপির প্রচার ভিডিয়ো এল প্রকাশ্যে। কী রয়েছে, তাতে? দেখা যাক।
২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপির প্রচার ভিডিয়ো এল প্রকাশ্যে। কী রয়েছে, তাতে? দেখা যাক।
২০২৪ লোকসভা ভোটের রণদামামা বেজে গিয়েছে। সব পার্টিই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই ভোটের প্রচার ময়দানে নেমে পড়ছে দলগুলি। তারই মাঝে বিজেপি প্রকাশ করল তাদের প্রচার ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিরোধীদের খোঁচা দিয়ে এক বিজ্ঞাপন প্রকাশ করেছে বিজেপি। যে বিজ্ঞাপনের শেষে দল '৪০০ পার' এর ডাক দিয়েছে।
বিজেপির প্রচার ভিডিয়োয় দেখানো হয়েছে একটি বিয়ের সম্মন্ধের দৃশ্য। যেখানে কনে পক্ষ জিজ্ঞাসা করছে, বর কে হবেন? অন্যদিকে, বরপক্ষের তরফে অনেক সদস্য দেখা যাচ্ছে। তাঁরা ঠিক করতে পারছেন না কে হবেন বর। উল্লেখ্য, এই বরপক্ষের তরফে যে সমস্ত চরিত্রদের আনা হয়েছে, তাঁদের সঙ্গে বহু রাজনৈতিক নেতার সাযুজ্জ রাখা হয়েছে। এদিকে, কনেপক্ষ বিভ্রান্ত, এমনটা দেখানো হয়েছে। বিজ্ঞাপনের শেষে বিজেপির তরফে ৪০০ আসন দখলের ডাক দেওয়া হচ্ছে। সঙ্গে প্রশ্ন, যাঁরা বর কে হবেন… বলতে পারছেন না, তাঁরা প্রধানমন্ত্রী কীভাবে বাছবেন? প্রসঙ্গত, ভিডিয়োতে কন্যাপক্ষ হিসাবে জনতার প্রতীকী হিসাবে দেখানো হয়েছে। আর বরপক্ষ হিসাবে মোদী সরকারের বিরোধী ইন্ডি ব্লককে তুলে ধরা হয়েছে। এই ভিডিয়োর হাত ধরে কার্যত ইন্ডি ব্লকের কাছে বিজেপির প্রশ্ন, বিরোধীপক্ষের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আসলে কে?