করোনা-যোদ্ধা শৈলজা সহ কেরলের ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিল এলডিএফ
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2024, 12:09 AM ISTকেরল লোকসভার ২০ টি আসনের মধ্যে সিপিএম ১৫, সিপিআই ৪ এবং কেরল কংগ্রেস (মনি) একটিতে লড়বে।
কেকে শৈলজা
কেকে শৈলজা
আসন্ন লোকসভা নির্বাচনে কেরলের ২০ টি আসনের মধ্যে সবকটিতে প্রার্থী ঘোষণা করল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট। এবারের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নাম কেকে শৈলজা। পিনারাই বিজয়ন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যিনি করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর এই কাজ সে সময় নজর কাড়ে বিশ্বের। ২০২০ সালের ২৩ জুন বিশ্ব জনসেবা দিবসে ভারত থেকে তাঁকেই বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ।
কেরল লোকসভার ২০ টি আসনের মধ্যে সিপিএম ১৫, সিপিআই ৪ এবং কেরল কংগ্রেস (মনি) একটিতে লড়বে। জানা গিয়েছে, শৈলজা ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, প্রাক্তন অর্থমন্ত্রী টমাস আইজ্যাক (পথনমথিট্টা) এবং বিদায়ী লোকসভা সাংসদ এএম আরিফ (আলাপ্পুঝা) এবং অভিনেতা-বিধায়ক মুকেশ (কোল্লম)।
এক নজরে এলডিএফের প্রার্থী তালিকা
১. কে রাধাকৃষ্ণন (আলাথুর)
২. কে কে শৈলজা (বড়কারা)
৩. এম মুকেশ (কোল্লাম)
৪. টি এম টমাস আইজাক (পাঠানমথিট্টা)
৫. এ বিজয়রাঘবন (পালাক্কাড়)
৬. এমভি জয়রাজন (কান্নুর)
৭. এলামারাম করিম (কোঝিকোড়)
৮. সি রবীন্দ্রনাথ (চালাকুড়ি)
৯.জয়েস জর্জ (ইদুক্কি)
১০. এমভি বালাকৃষ্ণন (কাসারগড়)
১১. এ এম আরিফ, বর্তমান সাংসদ, (আলাপ্পুঝা)
১২. কে এস হামসা (পোন্নানি)
১৩. ভি ওয়াসিফ, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি, (মালাপ্পুরম)
১৪. কেজে শাইন (এর্নাকুলাম)
১৫. ভি জয় (অটিঙ্গাল)
আরও পড়ুন। বিচ্ছেদের পরেও তামিলনাড়ুর প্রয়াত এআইএডিএমকে নেতাদের প্রশংসা মোদীর, কারণটা কী?