লোকসভা ভোটের আগে ফের উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সভামঞ্চে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভোরে কোচবিহারের কিসমৎ দশগ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নিশীথের মঞ্চে আগুন
লোকসভা ভোট ঘোষণার পর থেকে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর দ্বন্দে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের দিনহাটা। একে অপরের ওপরে হামলার অভিযোগ করেছে অন্তত ২ বার। তাতে আহতও হয়েছেন বেশ কয়েকজন। সেই দিনহাটার কিসমৎ দশগ্রাম পঞ্চায়েতে সোমবার বিকেলে নির্বাচনী জনসভা করার কথা ছিল নিশীথ অধিকারীর। আগের রাতে মঞ্চ বাঁধা শেষ করে বাড়ি চলে যান বিজেপি কর্মীরা। সকালে এসে তাঁরা দেখেন, মঞ্চের কাঠামো বাদ দিয়ে বাকি সব সাজসজ্জা পুড়ে গিয়েছে।
এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তাদের দাবি, রাতের অন্ধকারে তৃণমূলই মঞ্চে আগুন ধরিয়েছে। তবে কে আগুন দিয়েছে তা বলতে পারেনি বিজেপি। তাদের দাবি, কাউকে আগুন ধরাতে দেখেনি তারা।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, এখানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই তারা বিজেপির মঞ্চে আগুন ধরাচ্ছে। এসব করে BJPকে রোখা যাবে না। তৃণমূল এলাকা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।