loksabha Poll Phase 7: ৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা? নজরকাড়া ভোট সপ্তমী
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2024, 09:49 PM IST৫৭ টি লোকসভা আসনে ভোট হবে কাল। সাতটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হবে ভোট।
৫৭ টি লোকসভা আসনে ভোট হবে কাল। সাতটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হবে ভোট।
NEW DELHI :
রাত পোহালেই ভোট সপ্তমী। কার্যত ১ লা জুনেই শেষ হচ্ছে এবারের মতো লোকসভা ভোট শেষ হচ্ছে কালই। এরপর ভোটের ফলাফলের জন্য অপেক্ষা। কারা বসবে দিল্লির মসনদে?
আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে লোকসভা নির্বাচন। শেষ দফায় ভোট হবে সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে। সব মিলিয়ে ভোট হবে ৫৭টি লোকসভা আসনে।
সপ্তম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হবে, তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখান থেকে তিনি দু'বারের লোকসভা সাংসদ। তিনি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চাইছেন। ফলাফল কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
চলতি জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।
(1.) যে ৫৭টি আসনে ভোট হবে, তার মধ্যে ১৩টি তফসিলি জাতির প্রার্থীদের জন্য এবং তিনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।