গুজরাটে বাম্পার জয়ের পথে বিজেপি। পাতিদার নেতা তথা বিজেপির বিরামগ্রামের প্রার্থী হার্দিক প্যাটেল এই জয়ের কারণগুলি উল্লেখ করেছেন। তাঁর মতে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার বিষয়টি বড় প্রভাব ফেলেছে। ভোটের মাস খানেক আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন হার্দিক।তিনি বলেন, আগামী ২০ বছরে যে কাজ করতে হবে সেদিকেও ফোকাস করব আমরা। আম আদমি পার্টির সঙ্গে আমাদের কোনও প্রতিযোগিতা নেই। বিরামগ্রাম হার্দিকের হোম টাউন। সেখান থেকেই ভোটে লড়েছিলেন তিনি। পাতিদার ভোটকে বিজেপির ঝুলিতে পুরতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেন তিনি। মূলত কংগ্রেস ও আপের বিরুদ্ধে লড়তে হয়েছে তাঁকে।মোটামুটি দুপুর পর্যন্ত হার্দিক পটেল ৭৩, ৭৮৬ ভোটে এগিয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপ প্রার্থী অমর সিং আনন্দজী ঠাকুর ৩৯, ১৩৫ ভোট পেয়েছেন। কংগ্রেস ২৮, ৬৩৪ ভোট পেয়েছেন। দুপুর পর্যন্ত এটাই হিসেব।সেই নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে হার্দিক পটেল। তবে শেষ পাওয়া খবর অনুসারে জয় হাসিল করেছেন হার্দিক পটেল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের ঠিক আগে হার্দিক পটেল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েই বড় জয় হাসিল করার পথে তিনি। সেক্ষেত্রে এই জয়ের পেছনে ঠিক কোন ফ্যাক্টরগুলি কাজ করেছে তা নিয়ে নানা আলোচনা চলছে।তবে হার্দিক অবশ্য় কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর মতে, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রভাব পড়েছে গুজরাটে। আর এর সঙ্গেই আপের প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেছেন তিনি। আপকে প্রতিযোগী ভাবতেই রাজি নয় হার্দিক। অন্যদিকে আগামী ২০ বছরের জন্য দল কীভাবে গুজরাটের জন্য কাজ করবে সেকথাও জানিয়েছেন হার্দিক।