ভোটের আগে তৃণমূলের সঙ্গে একেবারে মাখামাখি। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে কার্যত আসন সমঝোতা করেই গোয়ার ভোটে ঝাঁপিয়েছিল তৃণমূল। আর ২০টি আসন দখল করার পরে বিজেপির দাবি, এমজিপিকে সঙ্গে নিয়েই সরকার গড়ব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এনিয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু এনিয়ে আকাশ থেকে পড়ছেন বাংলার তৃণমূল নেতৃত্ব। এদিকে এমজিপি পেয়েছে ২টি আসন। তারা বিজেপিকে সমর্থন করলে আখেরে সরকার গড়া অনেকটাই সুবিধা হবে। আর ভোটে জিতেই তৃণমূলের হাত ছেডে় এখন বিজেপিমুখী এমজিপি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এনিয়ে এখনই মন্তব্য করব না।ফড়নবিশ জানিয়েছেন,আমরা আগেই বলেছিলাম ২১টি আসন পেলেও আমরা অন্য়দের সঙ্গে নেব। এমজিপি আমাদের সমর্থন করবে বলে চিঠি দিয়েছে। ওরা আমাদের সঙ্গে যাচ্ছে। এমজিপিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ২৫টি আসনের সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করব।এদিকে তিনজন নির্দল প্রার্থী তাদের সমর্থন করছেন বলেও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে এখনও পর্যন্ত একজন নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শিটে প্রকাশ্যেই জানিয়েছেন তিনি বিজেপিকে সমর্থন করছেন। কিন্তু অপর দুজন প্রকাশ্য়ে এখনও মতামত দেননি। ফড়নবিশ জানিয়েছেন, আজ অথবা কাল কেন্দ্রীয় পর্যবেক্ষক গোয়ায় যাবেন। এরপর মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।