আগেই কথা দিয়েছিলেন। এবার সেই কথা রাখতে চলেছেন। তাই জয়ের পর সরাসরি ফোন করলেন তিনি। হ্যাঁ, তিনি বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সব্যসাচী দত্ত। সোমবার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিধাননগর পুরসভা নির্বাচনে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন সব্যসাচী। আর এই জয় পেয়েই প্রথম ফোনটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।কী কথা হল মমতা–সব্যসাচীর? এদিন জয়ের পরই প্রথম ফোন করেন তৃণমূল সুপ্রিমোকে। সব্যসাচী দত্ত ফোনে বলেন, ‘দিদি জয়ী হয়েছি। তোমায় প্রণাম করতে আসছি।’ নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সব্যসাচীকে। আগে তিনি নিজেই ঘোষণা করেছিলেন জয়ের পর শংসাপত্র দিদির পায়ের কাছে রাখবেন। এবার তা করতে চলেছেন তিনি। জয়ের পর কী বললেন সব্যসাচী? সোমবার জয়ের পর সব্যসাচী এক সংবাদমাধ্যমে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে প্রণাম করব। মমতা দিদিকে প্রণাম করতে যাচ্ছি। সার্টিফিকেট আসতে তো দেরি হবে। আর মিষ্টি তো দিদি খাওয়ায়। এই জয় বিধাননগর ও রাজারহাটের সমস্ত মানুষের।’ বিকেলে দেখা করার কথা সব্যসাচীর।আজ, সোমবার তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি সন্ত্রাসের অভিযোগ করছে। কী বলবেন? জবাবে সব্যসাচী দত্ত জানান, এখনও অভিযোগ। করতে দিন তাহলে। সব্যসাচী একুশের নির্বাচনের আগে বিজেপিতে গিয়েছিলেন। আর নির্বাচনের ফলাফলের পর তিনি ফিরে আসেন। তাই এবার তাঁর ওয়ার্ড নজরকাড়া হয়ে উঠেছিল। তবে জিতলেন তিনি।