বিধাননগরের ৪১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয় শনিবার। আজকে ফল প্রকাশ এর আগে ২০১৫ সালে বিপুল ভোটে এখানে জিতেছিল তৃণমূল।
বিধাননগর পৌরনিগম (ছবি সৌজন্যে ইউটিউব)
বিধাননগরে 'ক্লিন সুইপ' তৃণমূলের। ৪১টি আসনের মধ্যে ৩৯টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। জেতার পরই তিনি বলেছেন যে তিনি তৃণমূলে ফিরবেন। অপর এক ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী। এই আবহে এখন বিধাননগর ঘিরে একমাত্র প্রশ্ন, মেয়র কে হবেন? কৃষ্ণা চক্রবর্তী নাকি সব্যসাচী দত্ত?
14 Feb 2022, 03:02 PM IST
সব্যসাচী-মমতা সাক্রাত প্রসঙ্গে কৃষ্ণা যা বললেন
সব্যসাচী-মমতা সাক্ষাত প্রসঙ্গে কৃষ্ণা বলেন, ‘আমি প্রতিবারই ভোটে জিতে দিদির সাথে দেখা করতে আসি। দিদির সাথে দেখা করতে যে কেউ আসতে পারেন, মমতাদি বটবৃক্ষ। যাঁর যন আশ্রয় লাগে, তখন তিনি আসেন দিদির কাছে।’ সব্যসাচীর স্ত্রীকে মমতার সাড়ি উপহার প্রসঙ্গেও কতকটা কটাক্ষের সুরে কৃষ্ণাদেবী বলেন, ‘এরম তো আমাদের প্রায় প্রতিদিনই উপহার দেন দিদি।’
14 Feb 2022, 01:30 PM IST
বিধাননগরে একমাত্র নির্দল কাউন্সিলর যোগ দেবেন তৃণমূলে
বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মণ্ডল হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করার কথা জানালেন। তিনি বলেন, এই জয় কর্মীদের জন্য সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার আদর্শ, অভিষেক দা আমার আইকন, তাঁদেরকে দেখেই রাজনীতিতে আসা। কর্মীদের নিয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে তৃণমূল কংগ্রেসের যোগদানে শুধু সময়ে অপেক্ষা, তা বলাই যায়।
14 Feb 2022, 01:26 PM IST
বিজেপি শাসিত রাজ্যগুলির দুরাবস্থার কথা সারা দেশের মানুষ জানে: ফিরহাদ
সব্যসাচী প্রসঙ্গে ফিরহাদ বলেন, 'দলের যে কোনও নির্বাচনে দলের প্রার্থীরা জয়লাভ করলে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রণাম করতে আসেন। কারণ আমরা সবাই মনে করি মুখ্যমন্ত্রীর বাড়িটা আমাদের কাছে একটা মন্দির। সব্যসাচী মুখ্যমন্ত্রী কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন, ফেরার পথে আমার সঙ্গে দেখা করে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের আস্থা অটুট। তাঁর জনকল্যাণমুখী কাজ উন্নয়ন করার মানসিকতাকেই বাংলার মানুষ সমর্থন করেছে। বিরোধীরা যতই অপপ্রচার করুক, বিভিন্ন অভিযোগ নিয়ে আদালতে যান তাতে কারোর কিছু এসে যায় না। রাজ্যের মানুষ বিরোধীদের কথায় আর আমল দেয় না, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। বিজেপি শাসিত রাজ্যগুলির দুরাবস্থার কথা সারা দেশের মানুষ জানে। তাই বিকল্প শক্তি হিসাবে মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন।
14 Feb 2022, 01:22 PM IST
‘মানুষ আমাকে দেখে ভোট দেয়নি’
সব্যসাচী বলেন, ‘মুখ্যমন্ত্রী তথা দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে গ্রহণ করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথার ওপর ছিলেন বলেই এই জয়লাভ সম্ভব হয়েছে। মানুষ আমাকে দেখে ভোট দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রশাসন চালানোর দক্ষতা ওপর আস্থা রেখেই আসলে তাকে সমর্থন দিয়েছে।’
14 Feb 2022, 12:56 PM IST
সব্যসাচীর পর কৃষ্ণা গেলেন মমতার বাড়িতে
এর আগে সব্যসাচী দত্ত গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন। এরপর মমতার বাড়িতে গেলেন কৃষ্ণা চক্রবর্তীও।
14 Feb 2022, 11:56 AM IST
সস্ত্রীক কালীঘাটে সব্যসাচী
সস্ত্রীক কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে দেখা করলেন সব্যসাচী দত্ত। বিধাননগরের পরবর্তী মেয়র নিয়ে জল্পনার মাঝেই এই সাক্ষাতের দিকে নজর ছিল সবার। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সব্যসাচীকে বলেছেন যাতে তিনি এলাকা দেখে রাখেন।
14 Feb 2022, 11:33 AM IST
মেয়র কে হবেন?
কৃষ্ণা বলেন, ‘আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চেয়ার পেয়ে বসে থাকলে চলবে না, পারফরম্যান্স দিতে হবে, কাজ করতে হবে, যে কাজ করতে পারবেন না তাঁর চেয়ারে বসার কোনও অধিকার নেই।’
14 Feb 2022, 11:31 AM IST
‘সব কাজই হয়েছে আগামী দিনেও হবে’
বিধাননগর ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী জানান, ওয়ার্ডে যে যে কাজ হওয়া প্রয়োজন, যেমন জল, আলো, রাস্তা, আবর্জনা, সব কাজই হয়েছে আগামী দিনেও হবে।
14 Feb 2022, 10:49 AM IST
কোভিড বিধি নিষেধ ভেঙে উল্লাস
উল্লাসে মাতল বিধানগর পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। গণনাকেন্দ্রের ভিতরেই প্রার্থীকে নিয়ে নাচানাচি কর্মীদের। অন্যদিকে বিধাননগর কলেজের বাইরে সবুজ আবির মেখে উন্মাদনা দেখা গেল কর্মী সমর্থকদের মধ্যে। কোভিড বিধি নিষেধ ভেঙেই এক প্রকার উল্লাস বহু মানুষের।
প্রথমে ভোটকর্মীদের ভোট গণনা হবে। তারপর শুরু হবে ইভিএম গণনা। ৮ থেকে ১৪ রাউন্ডে ভোট গণনা হবে। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা।
14 Feb 2022, 07:58 AM IST
২০১৫ সালে তৃণমূলের ‘সুইপ’
২০১৫ সালে বিধাননগর পৌরনিগম নির্বাচনে ৪১টির মধ্যে ৩৭টি জিতেছিল তৃণমূল।
14 Feb 2022, 07:58 AM IST
স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্য পুলিশ
বিধাননগর কলেজে তৈরি হয়েছে বিধাননগর পৌরনিগমের স্ট্রং রুম। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
14 Feb 2022, 07:58 AM IST
নজরে যে হেভিওয়েটরা
বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা আবার ফিরেছেন তৃণমূলে। তারপরই পেয়েছেন টিকিট। সব্যসাচীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন দেবাশিস জানা। তিনি আবার একসময় ছিলেন সব্যসাচীর ঘনিষ্ঠ। ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন মিতালি মুখোপাধ্যায়। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী প্রার্থী হয়েছেন ৭ নম্বর ওয়ার্ডে। ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন অনিতা মণ্ডল। অনিতার বাবা ছিলেন মনোরঞ্জন ভক্ত। মনোরঞ্জন ভক্ত একসময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদ ছিলেন।
14 Feb 2022, 07:58 AM IST
কার দখলে বিধাননগর?
বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা রয়েছে ৪৬৮টি। মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। রাজারহাট-নিউটাউন পুরসভার সঙ্গে বিধাননগর পুরসভাকে যুক্ত করে ২০১৫ সালেই তৈরি হয়েছিল বিধাননগর পৌরনিগম। বিধাননগর পৌরনিগমে প্রথমবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছিল তৃণমূল। মেয়র হয়েছিলেন সব্যসাচী দত্ত। পরে ২০১৯ সালে সব্যসাচী বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনে হেরে ফের একবার তৃণমূলে ফেরেন সব্যসাচী। ২০২১ সালে দেখা বিধাননগরে সব্যসাচী কত বড় ফ্যাক্টর।