২০২৩-এর আগে পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে যা কখনও ঘটেনি, চলতি ক্যালেন্ডার বর্ষে দু-একবার নয়, বরং তিনবার তেমনই বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। এবছর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০-র বেশি রানে ম্যাচ জয়ের ঘটনা দেখা যায় তিনটি ক্ষেত্রে।
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ৩০০-র বেশি রানে ম্যাচ জয়ের ঘটনা চোখে পড়ে। অর্থাৎ, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, অল্পের জন্য সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়া হয়নি অজিদের। ভারতের সেই রেকর্ড অক্ষুন্ন থাকে। ২০২৩ সালের ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচে ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল-আউট হয়ে যায়। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড সেটিই।
আরও পড়ুন:- AUS vs NED: বিশ্বকাপে ৩০০-র বেশি রানে জয় এই প্রথম, অস্ট্রেলিয়া ভাঙল নিজেদেরই রেকর্ড- সব থেকে বড় ব্যবধানে জেতা ৫টি ম্যাচ
অর্থাৎ, ৮ রানের জন্য ভারতের সেই রেকর্ড ছোঁয়া হয়নি অস্ট্রেলিয়ার। অজিরা জায়গা করে নেয় তালিকার দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার বিরুদ্ধে জিম্বাবোয়ের ৩০৪ রানের ব্যবধান ম্যাচ জয়। ২০২৩ সালের ২৬ জুন জিম্বাবোয়ের ৬ উইকেটে ৪০৮ রানের জবাবে আমেরিকা ১০৪ রানে অল-আউট হয়ে যায়।
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়:-
১. ভারত ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে পরাজিত করে।২. অস্ট্রেলিয়া ২০২৩ সালে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে দেয়।৩. জিম্বাবোয়ে ২০২৩ সালে আমেরিকাকে ৩০৪ রানে হারায়।
আরও পড়ুন:- AUS vs NED: ডাচদের খড়কুটোর মতো উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বড় জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া
২০২৩ সালের আগে ওয়ান ডে ক্রিকেটে ৩০০ বা তারও বেশি রানে ম্যাচ জয়ের কোনও ঘটনা ঘটেনি। ততদিন পর্যন্ত সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নামে। ২০০৮ সালের ১ জুলাই তারা আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়ে দেয়।