ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে জোড়া হার দিয়ে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। তবে পরবর্তী তিনটি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে অজিরা বুঝিয়ে দিল কেন তাদের আগেভাগে হিসাব থেকে ছিটকে দেওয়া সম্ভব নয়। বুধবার দিল্লিতে নেদারল্যান্ডসকে যেভাবে খড়কুটোর মতো উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া, তাতে ইঙ্গিত স্পষ্ট যে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ছেড়ে কথা বলবে না কোনও প্রতিপক্ষকেই।
অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এত বেশি রানের ব্যবধানে ম্যাচ জেতেনি আর কোনও দল। অর্থাৎ, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৯৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ধ্বংসাত্মক সেঞ্চুরি করেন গ্লেন ম্যাক্সওয়েল। মারকাটারি শতরান করেন ডেভিড ওয়ার্নারও। লোগান ভ্যান বিক ডাচদের হয়ে বল হাতে নজর কাড়েন।
ডেভিড ওয়ার্নার ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯১ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ৯৩ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন ডেভিড। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এটি ওয়ার্নারের ৬ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেন।
গ্লেন ম্যাক্সওয়েল ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে মাত্র ৪০ বলে শতরানের গণ্ডি টপকে যান। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এটিই সব থেকে কম বলে করা সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড। ম্যাক্সওয়েল শেষমেশ ৯টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ১০৬ রান করে আউট হন।
এছাড়া স্টিভ স্মিথ ৭১, মার্নাস ল্যাবুশান ৬২, জোশ ইংলিস ১৪, প্যাট কামিন্স ১২, মিচেল মার্শ ৯ ও ক্যামেরন গ্রিন ৮ রান করেন। লোগান ভ্যান বিক ৭৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২১ ওভারে মাত্র ৯০ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার বিক্রমজিৎ সিং ছাড়া আর কোনও ব্যাটসম্যানই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি। অ্যাডাম জাম্পার ঘূর্ণির সামনে আত্মসমর্পণ করে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ।
বিক্রমজিৎ ২৫, তেজা নিদামানুরু ১৪, স্কট এডওয়ার্ডস ১২, সাইব্র্যান্ড ১১ ও কলিন অ্যাকারম্যান ১০ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ১৯ রানে ২টি উইকেট নেন মিচেল মার্শ। ১টি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জোশ হেজেলউড ও প্যাট কামিন্স। ম্যাচের সেরা হন ম্যাক্সওয়েল।