শেষ ল্যাপে জমে উঠেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই। এই মুহূর্তে তিনটি দল ফাইনালে ওঠার প্রবল দাবিদার। লিগ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা দৌড়ে সবার আগে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়া রয়েছে তৃতীয় স্থানে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের হাতে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৩টি টেস্ট ছাড়া আর কোনও ম্যাচ পড়ে নেই।
সুতরাং, রোহিত শর্মাদের ফাইনালে উঠতে হলে টিকিট আদায় করতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেই। অস্ট্রেলিয়া অবশ্য ভারতের বিরুদ্ধে এই সিরিজ ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ হাতে পাবে। দক্ষিণ আফ্রিকার চাপ সব থেকে কম। তারা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে ১টি ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে।
এখন প্রশ্ন হল, ভারত-অস্ট্রেলিয়া চলতি ব্রিসবেন টেস্ট যদি বৃষ্টির জন্য ড্র হয়, তবে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন কতটা ধাক্কা খাবে? বৃষ্টির জন্য ব্রিসবেন টেস্টের প্রথম দিনে খেলা হয় সাকুল্যে ১৩.২ ওভার। দ্বিতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস সামান্যই। তবে টেস্টের তৃতীয় দিনে ফের ভাসতে পারে গাব্বা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে প্রথম ৩টি দলের অবস্থান
১. দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৬৩.৩৩।
২. অস্ট্রেলিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৬০.৭১।
৩. ভারতের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৫৭.২৯।
ভারত কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৩টি টেস্টের মধ্যে ভারত ২টি জয় তুলে নিলে এবং ১টি টেস্ট ড্র করলেই সরাসরি ডব্লিউটিসি ফাইনালের টিকিট হাতে পাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট সংগ্রহের শতকরা হার দাঁড়াবে ৬০.৫৩। অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের শেষ ২টি টেস্টে জয় তুলে নেয়, তাহলেও অজিরা আটকে যাবে ৫৭.০২ শতাংশে। অর্থাৎ, ভারতের লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে।
যার অর্থ, ব্রিসবেন টেস্ট যদি ড্র হয়, তবে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ২টি টেস্ট ভারতকে জিততেই হবে।
ব্রিসবেন টেস্ট যদি ড্র হয় এবং ভারত যদি পরবর্তী ২টি টেস্টের মধ্যে ১টি টেস্টে হেরে বসে, তবে ফাইনালে যাওয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে অন্তত ১টি ম্যাচে হারিয়ে দেয় অথবা দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানের কাছে ২টি টেস্টেই হেরে যায়, সেক্ষেত্রে ভারতের রাস্তা পরিষ্কার হতে পারে।