ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। সরকারিভাবে এই ঘোষণা করে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফ থেকে। তবে কিং কোহলির অনুপস্থিতি গোটা দলকে সিরিজে ভোগাবে, এমনটাই মনে করছেন অধিকাংশ ক্রিকেটপ্রেমী। অন্যদিকে, একাংশ মনে করছেন যে বিরাট ছাড়াও দল সিরিজ জিততে সফল হবে। যদিও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে বাকি ক্রিকেটারদের উপর, এমনটাই জানানো হয়েছিল আগে।
তবে এবার টিম ইন্ডিয়ার চেজ মাস্টারকে ঘিরে একটি ঘটনা তুলে ধরলেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানালেন যে ঠিক কিভাবে বিরাট নিজের খেলার দিকে একাগ্রতা বজায় রাখেন। প্রাক্তন হেড কোচ বললেন যে বিরাট সবরকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন।
রবি শাস্ত্রী বলেন, 'আমার লক্ষ্য ছিল টেস্ট ক্রিকেটকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার। তবে সেই সময়ে আমি বিরাট কোহলির মধ্যে একটা খাঁটি হিরে দেখতে পাই। আমরা নেটে সকলকেই সমান সুযোগ দেওয়ার চেষ্টা করি অনুশীলনের জন্য। আমরা কঠিন থেকে কঠিনতর পদ্ধতিতে প্র্যাকটিস করাতে চাইছিলাম সকলকে। তবে সবার আগে বিরাট সেই চ্যালেঞ্জে রাজি হন। ওকে দেখেই মনে হচ্ছিল যে ও প্রস্তুত রয়েছে যে কোনও ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে এবং এটা দেখেই আমার মাইন্ডসেট বদলে যায়।' এছাড়াও এই সাক্ষাৎকারে প্রাক্তন হেড কোচ বোঝালেন টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এবং জানালেন আগামী দিনে এই ফরম্যাটের ভবিষ্যৎ কী হতে পারে।
প্রসঙ্গত, সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচও খেলবেন না বিরাট। এমনটাই তিনি জানিয়েছেন বিসিসিআইকে। শুক্রবার, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি যখন নির্বাচকরা ভার্চুয়ালি বৈঠক করেন আগামী তিনটি ম্যাচের দল প্রসঙ্গে, সেই সময়ে বিরাট এই খবর জানান বলে জানা গিয়েছে। এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় বিরাট কোহলির সিরিজের বাকি ম্যাচ না খেলা নিয়ে। তাতে বলা হয়েছে, 'সিরিজের অন্তিম তিনটি ম্যাচ বিরাট খেলবেন না। কিছু ব্যক্তিগত কারণের জন্য ওর কাছে তা সম্ভব হয়ে উঠবেনা। বোর্ড সম্পূর্ণভাবে সম্মান জানাচ্ছে এবং সমর্থন করছে ওর এই সিদ্ধান্তকে।' এবার দেখার বিষয় কিং কোহলি ছাড়া সিরিজ জিততে পারে কিনা টিম ইন্ডিয়া। রোহিত শর্মারা কি পারবে বাকি তিনটি ম্যাচ জিততে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। পরবর্তী ম্যাচ রয়েছে চলতি মাসের ১৫ তারিখে। রাজকোটে মুখোমুখি হবে দুই দল।