ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ বৃহস্পতিবার ডিওয়াই প্যাটিল স্পোটর্স অ্যাকাডেমির মাঠে ইতিহাস গড়েছেন। এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৭ রান তুলেছিল ভারত। ৬০ রানে ম্যাচটি জিতেছিল ভারত। এ দিনের ম্যাচে ২১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ।
এই সময়ে রিচা ঘোষ পাঁচটি ছক্কা ও তিনটি চার মেরে ২৫৭.১৪ স্ট্রাইকরেটে ব্য়াট করেছিলেন রিচা ঘোষ। এই ম্যাচে রিচা ঘোষ মাত্র ১৮ বলে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২১৭ রান করতে সাহায্য করে। এ দিনের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন রিচা ঘোষ।
আরও পড়ুন… ও তো আক্রমের ডান হাতি সংস্করণ, ওর বিরুদ্ধে কখনও খেলব না- ল্যাঙ্গারের গলায় বুমরাহর প্রশংসা
একদিনের সিরিজেও এভাবেই রান করতে চান রিচা ঘোষ-
এই ম্যাচের পরে নিজের ইনিংস নিয়ে অনেক কথা বলেছিলেন রিচা ঘোষ। ভারতীয় মহিলা দলকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মতুষ্টি এড়াতে বলেছেন তিনি। তাঁর মতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আক্রমণাত্মক পন্থা অবলম্বন করতে হবে।
দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে রিচা ঘোষ নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ডের সমান করেছেন। এই জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ‘আমরা ওয়ানডেতে এই গতি বজায় রাখতে চাই। আমাদের আগ্রাসী মনোভাব অবলম্বন করতে হবে। এটি একটি নতুন ক্ষেত্র এবং আমরা প্রথমে পরিস্থিতি মূল্যায়ন করব এবং একটি কৌশল তৈরি করব।’
আরও পড়ুন… ISL 2024-25: মরশুমের মাঝপথেই ইস্টবেঙ্গলে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন তালাল
এমন আক্রমণাত্মক খেলার রহস্য ফাঁস করলেন রিচা ঘোষ-
রিচা ঘোষ বলেন, ‘আমি সবসময়ই আক্রমণাত্মক ব্যাটসম্যান। এটি অনুশীলন সেশন থেকে আসে কারণ আপনি যদি অনুশীলন সেশনে ভালো করেন তবে ম্যাচে এটি পুনরাবৃত্তি করা সহজ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই পাওয়ার হিটার। বাবাকেও এভাবে খেলতে দেখেছি। আমি আমার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছি। এর বাইরে উইমেনস প্রিমিয়ার লিগ ও উইমেনস বিগ ব্যাশ লিগে খেলে অনেক সুবিধা হয়েছিল। আমি সোফি ডিভাইন, দিয়েন্দ্রা ডটিন এবং হ্যারি ডি (হরমনপ্রীত কৌর) এর সঙ্গে এই বিষয়ে অনেক কথা বলেছি।
নিজেদের সেরাটা দিতে চান রিচা-
রিচা ঘোষ বলেন, অস্ট্রেলিয়া সফরে হার ভুলে দল নতুন করে শুরু করতে চায়। তিনি বলেন, ‘আমরা অতীত ভুলে নতুন করে শুরু করতে চাই। আমরা আমাদের সেরাটা দিতে এসেছি এবং ফলাফল নির্বিশেষে তা করব।’ এরপরে বিসিসিআই-এর তরফ থেকে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সেখানেও রিচা ঘোষ অনেক কথা বলেছেন।
দেখুন বিসিসিআই-এর ভিডিয়ো-
আরও পড়ুন… অবসরের পরে বাড়ি ফিরতেই মেয়ের থেকে মিষ্টি উপহার পেলেন অশ্বিন! শেয়ার করলেন ছবি
ম্যাচের আগে যা পরিকল্পনা করা হয়েছিল সেটাই করা হয়েছে- রিচা ঘোষ
বিসিসিআইয়ের ভিডিয়োতে রিচা ঘোষ বলেন, ‘ম্যাচের আগে আমরা মিটিং করেছিলাম। সেখানেই আমাদের পরবর্তি পরিকল্পনার কথা ঠিক হয়েছিল। সেই ভাবেই আমরা নেটে অনুশীলন করেছিলাম। নেটে যেই অনুশীলন করেছি সেটাই মাঠে গিয়ে করেছি।’
রিচাকে নিয়ে জেমিমা ও দলের কোচ কী বললেন?
রিচার বিষয়ে কথা বলতে গিয়ে জেমিমা বলেন, ‘রিচাকে নিয়ে আমরা প্রত্যেকে গর্বিত। আমি বোলার হলে ওকে বল করতাম না। কারণ যেখানেই ওকে বল করতাম সেখান থেকেই ও মারছিল। এই রকম ব্যাটারকে কোনও বোলরাই বল ককরতে চাইবে না।’
দলের কোচ অমল মজুমদার বলেছিলেন, ‘আমি ওর মারা প্রথম ছক্কাটা বেশ উপভোগ করেছিলাম। ও ফ্রিভাবে খেলেছে, এদিন সে যেভাবে খেলেছে তাতে কোচ হিসাবে আমি গর্বিত।’ এরপরে রিচা ঘোষ বলেন, ‘আমি জানতাম যে আমায় শেষ পর্যন্ত থাকতে হবে। যেই বলটা স্লটে পাব সেটা আমাকে মারতেই হবে। আমি দলের হয়ে আরও রান করতে চাই।’