ধরুন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের লড়াই চলছে মাঠে। মুম্বইয়ের ক্রিকেটার ছক্কা মারলে কি চেন্নাইয়ের সমর্থররা উৎফুল্ল হবেন? তেমন সম্ভাবনা নিতান্ত কম। তবে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে দেখা গেল অন্য ছবি।
বৃহস্পতিবার এসএ-২০ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে অমআই কেপ টাউন ও সানরাইজার্স ইস্টার্ন কেপ। ম্যাচে বিরাট একটি ছক্কা হাঁকান এমআইয়ের ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। সেই ছক্কায় যারপরনাই উচ্ছ্বসিত দেখায় সানরাইজার্সের এক সমর্থককে। তার অবশ্য যথাযথ কারণও রয়েছে। কেননা বেবি এবির সেই ছক্কা জ্য়াকপট হয়ে দেখা দেয় সংশ্লিষ্ট সানরাইজার্স সমর্থকের কাছে।
ম্যাচে প্রথম ইনিংসের ৭.১ ওভারে সাইমন হারমারের বলে জোরালো পুলশট খেলেন ডেওয়াল্ড ব্রেভিস। বল উড়ে যায় গ্যালারিতে। সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সি পরা এক দর্শক সেই বলটি বাঁ-হাতে লুফে নেন। ফলে টুর্নামেন্টের নিয়ম মতো তিনি জিতে যান ২ মিলিয়ন ব়্যান্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯০ লক্ষ ৭০ হাজার টাকারও বেশি।
আরও পড়ুন:- IND vs IRE 1st WODI Live Streaming: মন্ধনার নেতৃত্বে আজ আইরিশদের দুরমুশ করার লড়াই ভারতের, ফ্রি-তে কোথায় দেখবেন খেলা?
কেন ক্যাচ ধরে পুরস্কার পেলেন দর্শক
আসলে দক্ষিণ আফ্রিকার এই টি-২০ লিগে নিয়ম রয়েছে যে, কোনও দর্শক যদি ব্যাটারের মারা ছক্কায় একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তবে তাঁকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন ব়্যান্ড পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অথাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ৫ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না বরুণ চক্রবর্তী, বিজয় হাজারে থেকে ছিটকে গেল তামিলনাড়ু
এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ ম্যাচের ফলাফল
এসএ-২০ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৯৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে এমআই কেপ টাউন। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে। ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ৫৭ রান করেন। মারেন ২টি চার ও ৬টি ছক্কা। সানরাইজার্সের মারকো জানসেন ও রিচার্ড গ্লিসন ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন:- ২৩ জানুয়ারি দেখা যাবে! রোহিত-কোহলিদের ডেট-লাইন জানিয়ে দিলেন গাভাসকর, নাহলে…?
জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স ইস্টার্ন কেপ ১৫ ওভারে মাত্র ৭৭ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন এডেন মার্করাম করেন ১৯ বলে ১৯ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ডেলানো পটগিয়েটার ৩ ওভারে ১০ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। ১৬ রানে ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ম্যাচের সেরা হন ডেলানো।