শুভব্রত মুখার্জি- সবে শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করেছে আফগানিস্তান দল। যদিও তারা সেমিফাইনালে যেতে পারেনি,তবুও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। নিজেদের নটি ম্যাচ খেলে তারা চারটি ম্যাচে জয় পেয়েছেন। হারিয়েছেন তিন তিনটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকেও। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি তারা হারিয়েছে নেদারল্যান্ডস দলকেও। আফগানদের এই অনবদ্য পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের জনপ্রিয় লেই স্পিনার রশিদ খানের। পিঠের চোট নিয়ে ও দেশের জন্য বিশ্বকাপে লড়াই করেছেন রশিদ খান। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই এবার অপারেশন করিয়েছেন তাঁর। এখন সুস্থ রয়েছেন তারকা স্পিনার।
হাসপাতালের বেড থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তারকা আফগান স্পিনার। হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে 'থাম্বস আপ' দিয়ে তিনি বুঝিয়ে দেন তিনি সুস্থ রয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’ আর পিঠে অপারেশন হয়ে যাওয়ার কারণেই তিনি আসন্ন বিবিএল অর্থাৎ বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রশিদ খান। আসন্ন ১৩ তম বিগ ব্যাশের ক্ষেত্রে যা দ্বিতীয় বড় ধাক্কা।এর আগে ইংল্যান্ড তারকা হ্যারি ব্রুক ও এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। আর এবার রশিদ খান অপারেশনের কারণে নাম প্রত্যাহার করলেন।
বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকার্সের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্লেয়ার্স ড্রাফটের আগেই রিটেন করে রশিদ খানকে। অন্যদিকে মেলবোর্ন স্টার্স নিলাম থেকে দলে নেয় হ্যারি ব্রুককে। ২০১৭-১৮ মরশুম থেকেই টানা অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। ৬৯ টি বিবিএল ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৯৮ টি উইকেট।বিগ ব্যাশ লিগ শুরু হবে ৭ ডিসেম্বর।আবার এই বিগ ব্যাশের মাঝেই অস্ট্রেলিয়া সফরে ও আসছে পাকিস্তান দল। প্রসঙ্গত সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে রশিদ খান ৯ টি ম্যাচ খেলে নিয়েছেন ১১ টি উইকেট। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ও কোয়ালিফাই করেছে আফগানিস্তান দল। অ্যাডিলেডের জিএম টিম নিয়েলসন,রশিদের দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন যে তারা রশিদকে আগামী মরশুমে মিস করবেন।
শিগগিরই রশিদের বদলি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন টিম নিলসেন। তিনি বলেন, ‘রশিদ দলের হয়ে বিবিএলে খেলতে ভালোবাসে এবং আমরা তাঁকে সমর্থন করি, কারণ তার এই ইনজুরির চিকিৎসা করা হবে যাতে সে দীর্ঘদিন খেলায় থাকতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের ব্যবস্থাপনা ও কোচিং স্টাফ। আসন্ন মরশুমে, আমরা রশিদের পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে নিয়ে যাওয়ার বিকল্পটি দেখব, যার নাম আগামী সময়ে ঘোষণা করা হবে।’