
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর কিছুদিন পরই শুরু হবে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইতিমধ্যেই, অংশগ্রহণকারী সব দল নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। অনেকে আবার সময় থাকতে থাকতে লেগেও পড়েছে প্রস্তুতিতে। সব মিলিয়ে, তুঙ্গে পৌঁছে গিয়েছে সকল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এই টুর্নামেন্টকে ঘিরে। তবে এরই মাঝে নিজের প্রাক্তন সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে একটি বড় মন্তব্য করে বসলেন তারকা অজি পেসার মিচেল স্টার্ক। স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে কিং কোহলির প্রশংসা করে তিনি দাবি করলেন যে বিরাটের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তিনি মনে রেখেছেন এবং তিনি সব কিছু জানেনও। এখানেই শেষ নয়, স্টার্ক আরও দাবি করলেন যে মাঠের ভিতরে বিরাট যতটা আগ্রাসী থাকে, মাঠের বাইরে ঠিক ততটাই মিশুকে।
স্টার্ক বলেন, 'আপনারা বিরাটকে যতটা আগ্রাসী ক্রিকেটার রূপে দেখেছেন মাঠের অন্দরে, কিন্তু ও সম্পূর্ণ এক আলাদা ব্যক্তি হয়ে যায় খেলা শেষ হয়ে গেলে। মাঠের বাইরে ও সকলের সঙ্গেই ভালো ব্যবহার করে। খুবই ভদ্র মনের মানুষ ও। এছাড়া বিরাটের আরও একটি ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে, সেটা হল ও প্রচন্ড মিশুকে।'
পাশাপাশি, তারকা অজি পেসার আরও দাবি করেছেন যে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কাটানো দুই বছরে তিনি বিরাটকে অনেক কাছ থেকে চিনেছেন। স্টার্ক বলেন, 'আমি আরসিবির সঙ্গে বেশি দিন যুক্ত ছিলাম না। প্রায় দুই বছর ওই দলের সদস্য হয়ে আমি ছিলাম। ওই সময়ে বিরাট দলকে নেতৃত্ব দিতো। এই দুই বছর আমি ওকে অনেক কাছ থেকে চিনেছি। মাঠের বাইরে ও কেমন মানুষ, সেটা আমি খুব ভালো করেই বুঝে যাই।'
প্রসঙ্গত, আইপিএলের আসন্ন মরশুমে মিচেল স্টার্ককে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে কেনা হয়েছে নিলামে। শুধু স্টার্ক নন, তাঁর সতীর্থ, তথা অজি অধিনায়ক, প্যাট কামিন্সকেও কেনা হয়েছে বড় অর্থে। ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার দেখার বিষয় যে কাজের জন্য মিচকে নাইটরা জায়গা দিয়েছেন, সেটি তিনি করে দেখাতে পারেন কিনা। তিনি কি পারবেন কেকেআরকে নিজের বোলিংয়ের দাপটে ফের খেতাব পাইয়ে দিতে? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports