
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একঘেঁয়ে সিমেনা দেখতে দেখতে হলেই ঘুমিয়ে পড়া লোকজনের সংখ্যা নিতান্ত কম নয়। মাঠে খেলা দেখতে এসে ঘুমে ঢুলে পড়া দর্শকও চোখে পড়ে। ডাগ-আউটে তন্দ্রাচ্ছন্ন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ছবিও ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেটবিশ্ব। তবে ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার সাজঘরে চাদরমুড়ি দিয়ে ঘুমোচ্ছেন এবং ঘুম থেকে উঠেই সোজা মাঠে নেমে পড়ছেন, এমন ছবি সচারাচর দেখা যায় না।
শনিবার ঠিক তেমন ছবিই দেখা গেল মুল্লানপুরে। পঞ্জাব কিংসের ঘরের মাঠে আইপিএল ২০২৫-এর ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের। ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের প্রথম একাদশে ছিলেন জোফ্রা আর্চার। তবে দলের ব্যাটাররা যখন ক্রিজে লড়াই চালাচ্ছেন, ব্রিটিশ পেসারকে সাজঘরে চাদরমুড়ি দিয়ে ঘুমোতে দেখা যায়।
আর্চারের ড্রেসিংরুমে ঘুমোনোর ছবি ক্যামেরায় ধরা পড়ে যায়। স্বাভাবিকভাবেই সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মিমের বন্যাও বয়ে যায়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ঘুম থেকে উঠেই বল হাতে রীতিমতো তাণ্ডব চালান আর্চার। তিনি শুরুতেই পঞ্জাব শিবিরে যে ধাক্কা দেন, তা সামলে ওঠা সম্ভব হয়নি শ্রেয়স আইয়ারদের পক্ষে।
এমনকি শেষমেশ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন আর্চার। সব দেখেশুনে এমনটাও বলা হচ্ছে যে, সবাই খেটেখুটে মরলেন, আর অর্ধেক ম্যাচ ঘুমিয়েই পুরস্কার নিয়ে চলে গেলেন আর্চার।
খেলার মাঝে এমন পাওয়ার ন্যাপ নিতে প্রায়শই দেখা যায় ক্রীড়াবিদদের। জোফ্রাও সম্ভবত ঠিক তেমনই মনোসংযোগ স্থির রাখতে পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন। তড়িঘড়ি তাঁকে উঠে ব্যাটিংয়ের জন্য প্রস্তত হয়ে যেতেও দেখা যায়। যদিও মুল্লানপুরে আর্চারের ব্যাট করতে নামার প্রয়োজন পড়েনি।
তবে রাজস্থানের হয়ে বল করতে নেমে রীতিমতো আগুন ঝরান জোফ্রা আর্চার। ইনিংসের প্রথম ওভারেই আর্চারের হাতে নতুন বল তুলে দেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। জোফ্রা ইনিংসের প্রথম বলেই বোল্ড করেন পঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে। তিনি প্রথম ওভারের শেষ বলে বোল্ড করেন পঞ্জাব দলনায়ক শ্রেয়স আইয়ারকে।
আরও পড়ুন:- চতুর্থ ক্রিকেটার হিসেবে IPL-এ রিটায়ার্ড আউট তিলক, বাকিরা কারা?
আর্চার প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে কোণঠাসা করেন। পরে আর্শদীপ সিংয়ের উইকেটটিও পকেটে পোরেন আর্চার। তিনি ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে মোট ৩টি উইকেট দখল করেন। রাজস্থানের ৪ উইকেটে ২০৫ রানের জবাবে পঞ্জাব আটকে যায় ৯ উইকেটে ১৫৫ রানে। ৫০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে রয়্যালস। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন আর্চার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports