শুভব্রত মুখার্জি: চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে বাকি রয়েছে আর একটিমাত্র টেস্ট ম্যাচ। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি খেলা হবে হিমাচল প্রদেশের ধরমশালাতে। সিরিজে ইতিমধ্যেই হেরে গিয়েছে ইংল্যান্ড দল। শেষ ম্যাচের আগে তারা সিরিজে পিছিয়ে রয়েছে ৩-১ ফলে। ব্যাজবল ঘরানাতে এটাই প্রথম সিরিজ হার বেন স্টোকসদের।
যেহেতু সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে ফলে শেষ টেস্টে নামার আগে কিছুটা হলেও চাপমুক্ত ইংল্যান্ড দল। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে ধরমশালাতে। সেখানেই রীতিমতো ছুটির মেজাজে ধরা দিয়েছেন তাদের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। পাহাড়ের কোলে বসে প্রকৃতিকে উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে । উপভোগ করেছেন ‘রিকভারি ডিপ’ও।
আরও পড়ুন: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই
তবে জেমস অ্যান্ডারসন একা নন। তিনি তাঁর জাতীয় দলের সতীর্থদের সঙ্গেই ধরমশালাতে প্রকৃতিকে রীতিমতো উপভোগ করেছেন। ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে একেবারে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে অবসর উপভোগ করতে দেখা গিয়েছে তাঁদের। তার সঙ্গে দেখা গিয়েছে জাতীয় টেস্ট দলের ওপেনার জ্যাক ক্রলিকেও।
আরও পড়ুন: যশ, অক্ষয়ের ব্যাটে রঞ্জি ট্রফির সেমিতে দুরন্ত প্রত্যাবর্তন বিদর্ভের, কিছুটা চাপেই মধ্যপ্রদেশ