১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘেরাফেরা করছে হিমাচল প্রদেশের তাপমাত্রা। আর মনোরম পরিবেশের মাঝেই সেখানে শুরু হল ২৫ তম 'টিবেটান শোটোন ফেস্টিভাল'। হিমাচলের 'টিবেটান ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টস'-এর তরফে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।এক সপ্তাহ ধরে চলবে এই ফেস্টিভাল। ৬ এপ্রিল থেকে শুরু করে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ফেস্টিভাল।