২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর প্রথম ম্যাচে বাজে ভাবে হারের পরেই কিউরেটরের কাছে ঘূর্ণি পিচের দাবি জানিয়েছেন অজিঙ্কা রাহানে। শনিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে সাফ বলে দিয়েছেন, স্পিন-সহায়ক পিচই আশা করছে কেকেআর। এদিকে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় আবার বলে দিয়েছেন, কোনও ভাবেই পিচের চরিত্র পরিবর্তন হবে না।
ঘুর্ণি পিচের দাবি রাহানের
কলকাতা নাইট রাইডার্স টিমে বরুণ চক্রবর্তীর মতো রহস্য-স্পিনার রয়েছেন। দলের স্পিন বিভাগে সুনীল নারিনের মতো অভিজ্ঞতাও রয়েছে। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে স্পিন-সহায়ক পিচই আশা করবে কেকেআর। সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলে দেন, ‘অবশ্যই চাইব ঘরের মাঠের পিচ স্পিন-সহায়ক হোক। তবে কোনও অভিযোগ নেই। গত দু'দিন ধরে আচ্ছাদনের নীচে ছিল পিচ। আর্দ্রতা ছিল পিচে। যা খুব ভাল কাজে লাগিয়েছে হেজেলউড। "আমাদের দলের শক্তি যখন স্পিনাররা, তখন অবশ্যই চাইব, ভবিষ্যতে যেন পিচ থেকে ওরা সাহায্য পায়।’
আরও পড়ুন: IPL-এর ১৮ বছরের ইতিহাসে ১৮তম বার শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির
পালটা কী বললেন সুজন?
তবে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় মোটেও রাহানের কথা কানে তুলতে রাজি নন। তিনি পালটা বলে দিয়েছেন, ‘পিচে যদি স্পিন না করে, তা হলে রাসেল কী ভাবে আউট হল? আমার পিচ ২৫০ রানের। সেখানে কোনও দল যদি ১০ ওভার ভালো খেলার পর থেকে উইকেট হারাতে থাকে, তাদের কী ভাবে সন্তুষ্ট করব? এই পিচে ১৭০-১৭৫ করে জেতা সম্ভব নয়। বড় রান হলে বিপক্ষ এমনিতেই চাপে থাকত। তখন আর পিচকে দোষারোপ করতে হত না। আমি যদি স্পিন-সহায়ক পিচ তৈরি করি, তা হলে ১৪০-১৫০ রান উঠবে। দর্শকেরা টি-টোয়েন্টিতে কখনও কম রানের ম্যাচ দেখতে চাইবেন না।’
আরও পড়ুন: ৪ ওভারে দিলেন ৭৬ রান, IPL-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার হিসেবে লজ্জার রেকর্ড জোফ্রা আর্চারের
ইডেনের পিচে সাফল্য পেয়েছে আরসিবি-র স্পিনাররা
সত্যি কথা বলতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনাররা এই পিচে সফল হয়েছেন। ক্রুনাল পান্ডিয়া মাত্র ২৯ রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট। সুয়াশ শর্মা দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেছেন রাসেলকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, নাইট স্পিনাররা কেন ইডেনের পিচের সুবিধে নিতে পারেননি? তবে রাহানে এই হারের জন্য কোনও সতীর্থকে দোষারোপ করেননি। তাঁর মতে, ‘প্রথম ম্যাচে ভুলভ্রান্তি হতেই পারে। কাউকে দোষারোপ করতে চাই না। মরশুমের প্রথম ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। বিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’
আরও পড়ুন: 4-6-0-4-1W-4-4- পঞ্চম ওভারে ট্র্যাভিস হেডের পিটুনি খেয়ে চোখে শর্ষেফুল আর্চারের, এল ২৩ রান