CSK vs MI: IPL-এর ১৮ বছরের ইতিহাসে ১৮তম বার শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির
Updated: 23 Mar 2025, 09:03 PM IST Tania Roy 23 Mar 2025 Rohit Sharma, CSK vs MI, Chennai Super Kings vs Mumbai Indians, Khaleel Ahmed, CSK, MI, Shivam Dube, Chennai Super Kings, Mumbai Indians, IPL 2024, Indian Cricket, Indian Premier League 2025, Bengali Sports News, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা, খলিল আহমেদ, আইপিএল ২০২৫IPL 2025: এদিন টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। প্রথম তিন বলে কোনও রান করতে পারেননি হিটম্যান। চতুর্থ বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। সেই সঙ্গে গড়েন লজ্জাজনক নজির।
পরবর্তী ফটো গ্যালারি