CSK দলে এখন আর মহেন্দ্র সিং ধোনির নামে ‘অধিনায়ক’ শব্দটি নেই। তবে এই দলে তাঁর প্রভাব আগের মতোই অটুট রয়েছে। গত বছর রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব নেওয়ার পরেও উইকেটের পিছনে ধোনির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ – বিশেষ করে DRS নেওয়ার ক্ষেত্রে।
DRS নিয়ে ধোনির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বরাবরই অতুলনীয়, এবং IPL 2025-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে CSK-এর প্রথম ম্যাচেই তিনি আবারও সেটা প্রমাণ করলেন। কেন অধিনায়ক ও বোলাররা তার কথার ওপর চোখ বুজে ভরসা করেন সেটা আবারও দেখা গেল।
IPL 2025-এর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের ১৮তম ওভারে যখন নাথান এলিসের একটি বল মিচেল স্যান্টনারের প্যাডে লাগে, ধোনির একটি নীরব সম্মতি যথেষ্ট ছিল CSK-এর জন্য রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার। এবং সব সময়ের মতো এবারও তার অনুমান ছিল নিখুঁত।
স্যান্টনার ক্রিজে দাঁড়িয়েই খেলতে গিয়েছিলেন, কিন্তু এলিসের নীচু গতির ডেলিভারিটি ব্যাক প্যাডে আঘাত করে। এবং তিনি প্রতিক্রিয়া জানানোর আগেই বলটি প্যাডে লেগে যায়। অন-ফিল্ড আম্পায়ার অবশ্য আউট দেননি, কিন্তু এলিস ছিলেন আত্মবিশ্বাসী, আর তার থেকেও বেশি নিশ্চিত ছিলেন ধোনি।
আরও পড়ুন … IPL 2025: এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চাই না… RCB-র কাছে কেন হারল KKR? কারণ জানালেন রাহানে
বল কোথায় যাচ্ছে তা বোঝার জন্য ধোনির হাতে ছিল মাত্র কয়েক মুহূর্ত, কিন্তু তার সিদ্ধান্ত ছিল তাত্ক্ষণিক। গায়কোয়াড়, অভিজ্ঞ এই উইকেটকিপারের তীক্ষ্ণ দৃষ্টির ওপর ভরসা রেখে, সঙ্গে সঙ্গে রিভিউ নেওয়ার সংকেত দেন। বড় স্ক্রিনে দ্রুতই প্রমাণিত হয় যে ধোনির অনুমান একেবারে সঠিক। বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করছে। ফলস্বরূপ, MI-র আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর ঘটনা ঘটে।
যখন ‘OUT’ সাইনটি ভেসে ওঠে, এলিস সরাসরি ধোনির দিকে ছুটে যান উল্লাসে, স্বীকার করে নেন যে এই উইকেটের মূল কারিগর তিনিই।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … IPL 2025: নতুন গেইলকে পেয়ে গেলেন কোহলি! সল্টকে নিয়ে RCB ভক্তদের বিশেষবার্তা, কী বললেন ইংলিশ ব্যাটার?
MI-এর ইনিংস থামে ১৫৫/৯ রানে
ব্যাট হাতে মুম্বই ইন্ডিয়ান্স কঠিন সময় কাটিয়েছে, চেন্নাইয়ে ধীরগতির পারফরম্যান্সের কারণে ১৫৫/৯ রানেই ইনিংস শেষ হয়। শুরুতেই দুর্ভাগ্যের শিকার হন রোহিত শর্মা, প্রথম বলেই আউট হয়ে যান, যা MI-এর ইনিংসের জন্য বিপর্যয়ের সূচনা করে। টপ অর্ডার চাপে পড়ে ছন্নছাড়া ব্যাটিং করতে থাকে, এবং কোনও ভাবেই গতি আনতে পারছিল না। স্ট্যান্ড-ইন অধিনায়ক সূর্যকুমার যাদব (২৯) ও তিলক বর্মা (৩১) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন এবং একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলার চেষ্টা করেন। তবে যখন MI ঘুরে দাঁড়ানোর আশায় ছিল, তখনই CSK-এর ধারাবাহিক বোলিং আক্রমণে তারা আবারও ছত্রভঙ্গ হয়ে পড়ে। শেষদিকে দীপক চাহারের অপরাজিত ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস MI-কে ১৫০ রানের গণ্ডি পার করাতে সাহায্য করে।
আরও পড়ুন … IPL 2025: এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চাই না… RCB-র কাছে কেন হারল KKR? কারণ জানালেন রাহানে
চার উইকেটে জিতল CSK
১৫৬ রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। এই সময়ে তারা ৬ উইকেট হারায়। রচিন রবীন্দ্র ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের রাস্তা দেখান। এছাড়া রবীন্দ্র জাদেজা ১৮ বলে ১৭ রান করেন। ধোনি শেষ পর্যন্ত রান না করলেও অপরাজিত থাকেন। IPL 2025-এ নিজেদের প্রথম ম্যাচেই চার উইকেটে জয় পায় চেন্নাই।