ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ হতাশাজনক অভিযান চালিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল-এর ১৬তম মরশুমে মোট চারটি জয় এবং ১০টি পরাজয় পেয়েছিল সানরাইরাজর্স। এর ফলে লিগ টেবিলের নীচে শেষ করেছিল তারা। এই কারণে তারা চলতি মরশুমে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে নিয়েছে এবং নতুন অধিনায়ক নিয়োগ করে নিজেদের স্কোয়াডের শক্তিকে বাড়িয়েছে। প্যাট কামিন্স, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ছিল, তাঁর কাঁধেই দেওয়া হয়েছে ২০২৪ আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব।
চলতি মরশুমে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ, ট্র্যাভিস হেডকেও তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। প্যাট কামিন্সকে বেশ মোটা অঙ্কের বিনিময় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বেশ কিছু উত্তেজনাপূর্ণ তরুণকে দলে নিয়েছে তারা। SRH আসন্ন মরশুমে তাদের ভাগ্য পরিবর্তন করতে চাইবে। চলুন দেখে নেওয়া যাক IPL 2024-এ সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা গুলো কী কী।
আরও পড়ুন… IPL 2024 শুরুর আগেই নতুন লুকে সামনে এলেন ধোনি, CSK vs RCB ম্যাচে কত নম্বরে নামবেন মাহি?
শক্তি
এইডেন মার্করাম, মায়াঙ্ক আগরওয়াল, গ্লেন ফিলিপস এবং টপ অর্ডারে ট্র্যাভিস হেডের মতো SRH-এর একটি স্থির ব্যাটিং লাইনআপ রয়েছে। এনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা এবং আব্দুল সামাদ মিডিল অর্ডারের শক্তি বাড়িয়েছে। সব মিলিয়ে, মনে করা হচ্ছে অভিজ্ঞতা এবং প্রতিভার মিশ্রণে এটি একটি ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইনআপ। এছাড়াও নব নিযুক্ত প্যাট কামিন্সের অভিজ্ঞতাও সানরাইজার্সের শক্তি বাড়াবে। ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে দলের বোলিং লাইন বেশ শক্তিশালী হয়েছে। সঙ্গে যুক্ত হবে উরান মালিকের গতি।
দুর্বলতা
আগের মরশুমে, স্কোয়াডের ক্রিকেটাররা পুরো মরশুমে অসঙ্গতির সঙ্গে লড়াই করেছিলেন। যার ফলে দলের পারফরম্যান্স খারাপ হয়েছিল। তারা একটি দল হিসেবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছিল। বেশিরভাগ স্কোরিং এবং উইকেট নেওয়ার কাজটি করেছিলেন যথাক্রমে ক্লাসেন এবং ভুবনেশ্বর কুমার। এই মরশুমে, তারা দল হিসাবে খেলে ম্যাচ জিততে চাইবে।
আরও পড়ুন… স্থানীয় লিগ খেলতে লাগবে না NOC! এবার থেকে চালু হবে আচরণবিধি- বড় সিদ্ধান্ত নিতে চলেছে CAB
সুযোগ
গত মরশুমে টেবিলের নীচে শেষ করার পরে, এটি তাদের কাছে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ থাকবে। কামিন্স, যিনি আগে কখনও আইপিএলে অধিনায়কত্ব করেননি, এবার তার হাত ধরেই সাফল্য অর্জন করতে চাইবে সানরাইজার্স হায়দরাবাদ।
ভয়
২০১৬ সালের চ্যাম্পিয়ন দলের কাছে শেষ তিন বছর খুব একটা বালো যায়নি। ২০২১ সালে লিগ টেবিলের শেষে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপরে ২০২২ সালে ১০ দলের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছিল। এরপরে শেষ বছর অর্থাৎ ২০২৩ সালে লিগ টেবিলের শেষে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
এক্স ফ্যাক্টর
এবারে সানরাইজার্সের এক্স ফ্যাক্টর হতে চলেছেন প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড। যাদের হাত ধরে টিম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করেছিল এবার তাদের হাত ধরেই ধুরে দাঁড়াতে চাইবে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্স ও ভুবনেশ্বর কুমারের জুটি কিন্তু প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপকে ভয় দেখাবে।