টস জিতলেন বাটলার, প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮১ রান। ইংল্যান্ড ১৬৬ রানে গুটিয়ে যায়। ১৫ রানে ভারত জিতল।
Ind vs Eng 4th T20I: ইংল্যান্ডকে ১৫ রানে হারাল ভারত
১৬৬ রানেই ইংল্যান্ডকে অলআউট করল ভারত। এর ফলে এই ম্য়াচ ভারত ১৫ রনে জিতল। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ জিতল ভারত। সিরিজের শেষ ম্যাচটি শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে থাকবে।
Ind vs Eng 4th T20I: ১২ বলে দরকার ২৫ রান
ইংল্যান্ডকে এই ম্যাচ জিততে হলে ১২ বলে ২৫ রান করতে হবে। ক্রিজে জেমি ওভারটন ও আদিল রশিদ ক্রিজে রয়েছেন।
Ind vs Eng 4th T20I: ১২৯ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড
অর্ধশতরান করার পরেই সাজঘরে ফিরলেন হ্যারি ব্রুক। বরুণ চক্রবর্তীর বলে আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রুক।
Ind vs Eng 4th T20I: ১০ ওভার ইংল্যান্ড তুলল ৮৬/৩
একটা সময়ে সল্ট ও ডাকেট দারুণ ভাবে ইংল্যান্ডের ইনিংস শুরু করেছিলেন। তবে এরপরে ব্রিটিশদের ধাক্কা দেয় ভারতীয় স্পিনাররা। তিন উইকেট তুলে চাপে ফেলে দেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। এখন দেখার শেষ দশ ওভারে খেলার গতি কোন দিকে গড়ায়।
Ind vs Eng 4th T20I: আউট বাটলার
রবি বিষ্ণোইয়ের শিকার হলে জোস বাটলার। হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক। ৬৭ রানে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
Ind vs Eng 4th T20I: ইংল্যান্ডের ২ উইকেটের পতন
ডাকেটের পরেই সাজঘরে ফিরলেন ফিল সল্ট। ২১ বলে ২৩ রান করে ফিরলেন সল্ট। ৬৫ রান ২ উইকেট হারাল ইংল্যান্ড।
Ind vs Eng 4th T20I: ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন
৬ ওভারের শেষ বলে বেন ডাকেটকে ফেরালেন রবি বিষ্ণোই। ১৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেন বেন ডাকেট। এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কারণ পাওয়ার প্লেতে ইংল্যান্ড ৬২/১ রান তুলল।
Ind vs Eng 4th T20I: ৩ ওভারে ইংল্যান্ড তুলল ৩২/০ রান
দারুণ শুরু করেছে ইংল্যান্ড। ফিল সল্ট ১১ বলে ১৪ রান ও বেন ডাকেট ৭ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন।
Ind vs Eng 4th T20I: ভারত তুলল ১৮১/৯
১২ রানের মধ্যে তিন উইকেট হারানোর পরে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। এখান থেকে অভিষেক ও রিঙ্কু ইনিংস সামলান ও এগিয়ে নিয়ে যায়। তবে অভিষেক ও রিঙ্কু আউট হওয়ার পরে হার্দিক ও শিবম ভারতের ইনিংসকে বড় স্কোরে নিয়ে যান। দুজনেই অর্ধশতরান করেন। শিবম ৩৪ বলে ৫৩ করেন ও হার্দিক ৩০ বলে ৫৩ রান করেন। এর ফলে ভারত শেষ পর্যন্ত ১৮১ রান তোলে। সাকিব মাহমুদ তিনটি উইকেট ও ওভারটন দুটি এবং আদিল ও ব্রাইডন একটি করে উইকেট শিকরা করেন।
Ind vs Eng 4th T20I: আউট অক্ষর! ১৮০/৭ রান
পাঁচ রান করে ওভারটনের বলে বেথেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল।
Ind vs Eng 4th T20I: চার মেরে অর্ধশতরান করলেন শিবম দুবে
৩১ বলে ৫২ করলেন শিবম দুবে। সাতটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ ছুঁলেন শিবম দুবে।
Ind vs Eng 4th T20I: অর্ধশতরান করেই আউট হলেন হার্দিক
৩০ বলে ৫৩ রান করে ওভারটনের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হার্দিক। এই সময়ে তিনি চারটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন।
Ind vs Eng 4th T20I: ২৭ বলে ৫০ করলেন হার্দিক
২৭ বলে ৫০ করলেন হার্দিক। এই সময়ে তিনি চারটি চার ও চারটি ছক্কা হাঁকালেন। ১৭.২ ওভারে ভারত তুলেছে ১৫৯/৫ রান।
Ind vs Eng 4th T20I: ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/৫
শিবম দুবে ২১ বলে ৩২ রান করে খেলছেন। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ১৪ রানে ক্রিজে রয়েছেন। ১২ রানে তিন উইকেট হারিয়ে যাওয়ার পরে দারুণ লড়াই করছে টিম ইন্ডিয়া।
Ind vs Eng 4th T20I: আউট হলেন রিঙ্কু সিং
৭৯ রানের মধ্যে ভারতের পঞ্চম উইকেটের পতন। ২৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরলেন রিঙ্কু সিং।
Ind vs Eng 4th T20I: শেষ ১০ ওভারের খেলা
১০ ওভারের খেলা শেষে ভারতের স্কোর ৭২/৪ রান। অভিষেক শর্মা ১৯ বলে ২৯ রান করে আউট হয়েছেন। এই সময়ে রিঙ্কু সিং ২৪ বলে ২৯ রান করেছিলেন, শিবম দুবে ১০ বলে ৮ রান করে ক্রিজে রয়েছেন।
Ind vs Eng 4th T20I: ভারতের চতুর্থ উইকেটের পতন
২৯ রান করে আদিল রশিদের বলে জেকব বেথেলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন অভিষেক শর্মা। ৫৭ রানে চার উইকেট হারাল ভারত।
Ind vs Eng 4th T20I: শেষ পাওয়ার প্লে- ভারত তুলল ৪৭/৩
১২ রানের মধ্যে তিন উইকেট হারানোর পরে দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে চলেছে ভারত। রিঙ্কু সিং ও অভিষেক শর্মা ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
Ind vs Eng 4th T20I: আউট সূর্যকুমার যাদব
তিলক বর্মার পরে সূর্যকুমর যাদব, দুই ব্যাটার শূন্য রানে আউট হলেন। ১২ রানের মধ্যেই ভারতের তিন উইকেট পড়ল। সাকিব মাহমুদ তিন উইকেট নিয়ে ওভারের শুরু করলেন।
Ind vs Eng 4th T20I: আউট হলেন তিলক বর্মা
সঞ্জুর পরেই আউট হলেন তিলক বর্মা। হ্যাটট্রিকের সামনে সাকিব মাহমুদ। ১২ রানের মধ্যেই ২ উইকেট হারাল ভারত।
Ind vs Eng 4th T20I: এক রান করে আউট হলেন সঞ্জু
মাত্র এক রান করে সাকিব মাহমুদের বলে ব্রাইডনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন।
Ind vs Eng 4th T20I: প্রথম ওভারে ১২ রান তুলল ভারত
ম্যাচের প্রথম ওভারেই ঝড় তুললেন অভিষেক শর্মা। জোফ্রার এই ওভারে ১০ রান করলেন অভিষেক। সঞ্জু করলে এক রান।
Ind vs Eng 4th T20I: দেখে নিন ইংল্যান্ডের একাদশ
ফিলিপ সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জোস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।
Ind vs Eng 4th T20I: দেখে নিন ভারতে একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
Ind vs Eng 4th T20I: টস হেরে ব্যাট করতে নামবে ভারত
টস জিতলেন বাটলার, ব্যাট করতে নামবে ভারত। ভারতীয় দলে তিনটি পরিবর্তন। শামির জায়গায় আর্শদীপ, ধ্রুব জুরেলের জায়গায় রিঙ্কু সিং। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফিরবেন শিবম দুবে।