বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 3rd Test: ৭০ বছরের ক্রিকেট ইতিহাসে এক টেস্টে সর্বাধিক রান হজম করার লজ্জার নজির ইংল্যান্ডের
পরবর্তী খবর
IND vs ENG 3rd Test: ৭০ বছরের ক্রিকেট ইতিহাসে এক টেস্টে সর্বাধিক রান হজম করার লজ্জার নজির ইংল্যান্ডের
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 11:51 PM ISTTania Roy
সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৪ উইকেটে ৪৪০ রান করে ডিক্লেয়ার করে দেয় ইনিংস। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ভারতীয় দল মোট ৮৭৫ রান করেছে। আর এত রান দিয়ে ইংল্যান্ড গড়েছে লজ্জার নজির।
লজ্জার নজির গড়ল ইংল্যান্ড।
শুভব্রত মুখার্জি: লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে ইংল্যান্ডের নয়া ব্যাজবল স্ট্র্যাটেজির ক্রিকেট নজর কেড়েছে সকলের। সেই ব্যাজবল স্ট্র্যাটেজি রাজকোটে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে কাজ করলেও, এই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। বলা যায় রাজকোট টেস্টে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল হয়েছে ব্রিটিশরা। বেন স্টোকস বাহিনীর বিরুদ্ধে ভারতকেই দেখা গিয়েছে কার্যত এই ব্যাজবল ঢঙে ব্যাট করতে। ভারতীয় ব্যাটারদের বেদম পিটুনিতে একেবারে দিশেহারা অবস্থা ছিল ইংল্যান্ড বোলারদের। কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছিল জেমস অ্যান্ডারসনদের, তা একটা ছোট পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। যেখানে ৭০ বছর পরে টেস্টে লজ্জার নজির গড়ে ফেলেছে ইংল্যান্ড দল।
কী সেই নজির? কেনই বা সেই নজিরকে লজ্জার নজির বলা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক বিষয়টি। সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৪ উইকেটে ৪৪০ রান করে ডিক্লেয়ার করে দেয় ইনিংস। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ভারতীয় দল মোট ৮৭৫ রান করেছে। ১৯৫৪ সালের পরে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান হজম করার লজ্জার নজির গড়েছে ইংল্যান্ড দল। ১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা সব থেকে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছিল। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ক্যারিবিয়ান দল করেছিল ৮৯৩ রান। পাশাপাশি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতেরও এটি তৃতীয় সর্বোচ্চ রান।